হাঁসফাঁস গরমে বন্ধ ফ্যান, দিচ্ছে না খাবার! NIA-র বিরুদ্ধে অভিযোগে সরব ভূপতিনগরের তৃণমূল নেতা

বাংলা হান্ট ডেস্কঃ ভূপতিনগর বিস্ফোরণ মামলা (Bhupatinagar Blast Case) নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। ২০২২ সালের এই বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩ জন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই মামলায় ভূপতিনগরের স্থানীয় দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ (NIA)। গতকাল দুই অভিযুক্ত মনোব্রত জানা এবং বলাই চরণ মাইতিকে এনআইএ-র বিশেষ আদালতে তোলা হয়। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন বলাই চরণ।

ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের দুই অভিযুক্ত আদালতে জামিনের আবেদন করেছিলেন। অন্যদিকে তাঁদের আরও ৩ দিন নিজেদের হেফাজতে চেয়েছিলেন এনআইএ (National Investigation Agency) আধিকারিকরা। এদিন এজেন্সির আইনজীবী দাবি করেন, পুলিশের চার্জশিটে বিস্ফোরণের সময় প্রায় দেড় ঘণ্টা এগিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিস্ফোরণের জেরে যে ৩ জন প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের সঙ্গে ঘটনার দিন রাত ৯:৫১ নাগাদ ফোনে কথোপকথন হয়েছিল বলাই চরণ এবং মনোব্রতর।

দুই অভিযুক্ত অবশ্য তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। বলাই চরণ বলেন, ‘রাত সাড়ে আটটায় বিস্ফোরণ হয়েছে আমি একথা কখনও বলিনি’। পাশাপাশি আরও বলেন, তৃণমূল (TMC) কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং ছিল। তাঁরা বিস্ফোরণের বিষয়ে কিছু জানেন না।

আরও পড়ুনঃ হিরণকে বারবার ডেকেছেন অভিষেক! কিন্তু কেন? এবার সমস্ত রেকর্ড ফাঁস করার হুঁশিয়ারি BJP প্রার্থীর

এরপরেই বিচারকের কাছে এনআইএ-র বিরুদ্ধে অভিযোগ করেন বলাই চরণ। তিনি বলেন, কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে তাঁরা ঠিক মতো খেতে পাচ্ছেন না। তীব্র গরমে ফ্যান ছাড়া থাকতে হচ্ছে। বলাই চরণের কথায়, ‘হেফাজতে ঠিক মতো খাবার পাচ্ছি না। আমাদের পাখা বন্ধ করে রাখা হয়েছে। তদন্ত হোক। যদি তেমন হয় তাহলে ফাঁসিতেও রাজি’।

এদিকে কেন অভিযুক্তদের ফ্যান বন্ধ করে রাখা হয়েছিল সেটা এদিন জানিয়েছেন এক এনআইএ আধিকারিক। তিনি জানান, পাওয়ার কাট হওয়ার জন্য কারেন্ট ছিল না। শুধু বলাই চরণ-রাই নন, অফিসে এসপিও একই অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন তিনি।

bhupatinagar blast case nia officers

উল্লেখ্য, চলতি মাসে ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছিলেন এনআইএ আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, দুই তৃণমূল নেতাকে গাড়িতে তোলা হতেই একদল গ্রামবাসী তাঁদের ওপর আক্রমণ করেন। যদিও রাজ্যের শাসক দল সেই অভিযোগ নস্যাৎ করেছে। উল্টে কেন্দ্রের সঙ্গে এনআইএ-র আঁতাত নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর