তীব্র গরমে পুড়ছে বাংলা! নাজেহাল রাজ্যবাসী, আচমকা নবান্নে বৈঠক কেন ডাকলেন মুখ্যসচিব?

বাংলা হান্ট ডেস্কঃ তীব্র গরমে নাজেহাল বাংলা। বৃষ্টির দেখা নেই! এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা (West Bengal Weather) ৪০ ছুঁইছুঁই। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে একাধিক জায়গায়। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে খবর। এসবের মাঝেই নবান্নে (Nabanna) আচমকা জরুরি বৈঠক (Meeting) ডাকলেন মুখ্যসচিব।

তীব্র রোদ, সঙ্গে গরম হাওয়া- দুইয়ের চাপে ক্লান্ত হয়ে পড়ছেন সকলে। এই প্রখর রোদে দু’মিনিট দাঁড়ানোও যেন মুশকিল। এই আবহে আবার অনেক জেলায় জলের সমস্যা শুরু হয়। জলকষ্ট মোকাবিলা করতে তাই আগেভাগেই কোমর বেঁধে নেমে পড়েছে নবান্ন! এদিন দুপুর ১২টা থেকে নবান্নে বৈঠক ডাকেন মুখ্যসচিব (Chief Secretary)।

জানা যাচ্ছে, এই বৈঠকে দক্ষিণবঙ্গের সকল জেলাশাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গই নয়, বাকি সকল জেলার জেলাশাসকদেরও হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই মারাত্মক গরমে যদি জলের সংকট দেখা দেয়, তাহলে তা কীভাবে মোকাবিলা করা হবে সেই নিয়েই বৈঠকে আলোচনা হবে বলে খবর।

আরও পড়ুনঃ ৬ বছর নির্বাচনে লড়তে পারবেন না মোদী! লোকসভা ভোটের আগেই তোলপাড় দেশ!

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, গরম পড়তে না পড়তেই রাজ্যের একাধিক জেলা থেকে জল সংকটের অভিযোগ আসতে শুরু করেছে। সেই তালিকায় নাম রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের সহ একাধক জেলায়। একদিকে এই হাঁসফাঁস গরম, তাঁর ওপর যদি জলের সমস্যা দেখা দেয়, তাহলে আরও মুশকিল! কীভাবে এই সংকট মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনার জন্যই আজ মুখ্যসচিব বৈঠক ডেকেছেন বলে খবর।

meeting in nabanna

জানা যাচ্ছে, জেলাশাসকদের পাশাপাশি এই বৈঠকে জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের আধিকারিকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। জল সংকট সমাধানের জন্য ইতিমধ্যেই ট্যাঙ্কার পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে এই তীব্র গরমে জলের সমস্যা কীভাবে সমাধান করা যায় তা ঠিক করতেই আজকের এই জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর