বাংলার মুকুটে জুড়ছে নতুন পালক! বন্দে ভারত স্লিপার নিয়ে এবার চমকে দেওয়া আপডেট রেলের

বাংলাহান্ট ডেস্ক : সারা ভারতবাসীর আবেগ হলো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই প্রিমিয়াম এবং সেমি হাইস্পিড ট্রেন দিনে দিনে হচ্ছে আরোও আধুনিক। দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। দিনের পর দিন এই ট্রেন নিয়ে মানুষের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে। এবার বাংলার বন্দে ভারত এক্সপ্রেসের মুকুটে নয়া পালক জুড়তে চলেছে বলে জানা যাচ্ছে। বাংলার এক কোম্পানিকে দেওয়া হলো বন্দে ভারত ট্রেন তৈরির বরাত।

বাংলার এক কোম্পানি এই বরাত পাওয়ায় বেজায় খুশির হাওয়া। সেই কোম্পানি হলো রামকৃষ্ণ ফোর্জিংস লিমিটেড। কোম্পানির পক্ষ থেকে সোমবার জানিয়েছে, বন্দে ভারত ট্রেন সেটের বগি ফ্রেম সরবরাহের জন্য ২৭০ কোটি টাকার অর্ডার পেয়েছে ভেলের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছ থেকে। কলকাতা ভিত্তিক বৃহৎ সংস্থা রামকৃষ্ণ ফোর্জিংস লিমিটেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কোম্পানিকে বন্দে ভারত ট্রেন সেটগুলির স্লিপার সংস্করণের কামরা তৈরির অর্ডার দেওয়া হয়েছে।

আরোও পড়ুন : জীতু কামালের সঙ্গে প্রেমের গুঞ্জন! অবশেষে মুখ খুলে সত্যিটা জানিয়েই দিলেন শ্রাবন্তী

কলকাতা ভিত্তিক সংস্থা রামকৃষ্ণ ফর্জিং লিমিটেড সোমবার শেয়ার বাজারের একটি ফাইলিংয়ে বিস্তারিত জানিয়েছে। সূত্রে খবর, কলকাতার ওই কোম্পানিকে ২৭০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে বন্দে ভারতের মোট ৩২টি ট্রেন সেটের কামরা তৈরির জন্য। ভারত হেভি ইলেকট্রিকাল লিমিটেডের নেতৃত্বাধীন রামকৃষ্ণ ফর্জিংকে কনসোর্টিয়াম এই বরাত দিয়েছে। বন্দে ভারত ট্রেনের ১০২৪টি স্লিপারকামরা তৈরি করার অর্ডার পেয়েছে কলকাতা ভিত্তিক ওই কোম্পানী। সরকারের থেকে এই বরাত পাওয়ায় খুবই খুশি কোম্পানি।

ramkrishna forg+g8iaksomd.4.jpg

রামকৃষ্ণ ফোর্জিংস লিমিটেডের হোলটাইম ডিরেক্টর ও সিএফও ললিত কুমার খেতান এবার এই বরাত নিয়ে মুখ খুললেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই অর্ডারটি সুরক্ষিত করা আমাদের অন্যতম লক্ষ্য এবং এই অর্ডারটি উদ্ভাবনী পদ্ধতির নিরলস সাধনার একটি ইঙ্গিত। আমরা উন্নতমানের বগি ফ্রেম তৈরিতে আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে মেক ইন ইন্ডিয়া এবং দেশের রেল পরিবহণের অগ্রগতির ক্ষেত্রে সামিল হতে পেরে অভিভূত।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর