‘রেখাকে দিয়ে মহিলা ও গরিবদের ভোট লুটের ধান্দা! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে সন্দেশখালির প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্রকে (Rekha Patra) টিকিট দিয়েছে বিজেপি (BJP)। বসিরহাট কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। এবার তাঁকেই নিশানা করলেন বাম প্রার্থী নিরাপদ সর্দার (Nirapada Sardar)। অভিযোগ, সন্দেশখালির রেখাকে হাতিয়ার করে মহিলা এবং গরিব মানুষের ভোট টানার ছক কষেছে পদ্ম শিবির।

রেখা এবং নিরাপদ, দু’জনেই সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ডের সঙ্গে জড়িত। অত্যাচার থেকে মুক্তি পেতে প্রথমজন শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন এবং দ্বিতীয়জন সন্দেশখালি কাণ্ডে জেল খেটেছে। পরবর্তীকালে আদালতের হস্তক্ষেপে জামিনে মুক্তি পান নিরাপদ। আসন্ন লোকসভা ভোটে তাঁকে বসিরহাট থেকে টিকিট দিয়েছে বামেরা।

এবার সেই নিরাপদই পদ্ম প্রার্থী রেখাকে নিশানা করলেন। প্রচারের ব্যস্ততার মাঝে তিনি বলেন, এই ভোট আসনে সংবিধান রক্ষার ভোট। এদিকে রেখাকে হাতিয়ার করে গোটা রাজ্যের মহিলা এবং গরিবদের ভোট লুট করার পরিকল্পনা করেছে বিজেপি। নিরাপদের দাবি, রেখাকে ঢাল করে আদতে তাঁর মতো মহিলাদের অধিকার যাবতীয় অধিকার ছিনিয়ে নেওয়ার ছক কষেছে পদ্ম শিবির।

আরও পড়ুনঃ বাংলায় গেরুয়া ঝড়, পদ্মের ঠ্যালায় বেসামাল ঘাসফুল! সমীক্ষায় উঠে এল নয়া তথ্য

বসিরহাটের (Basirhat) বাম প্রার্থীর কথায়, ‘বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে যাকে দাঁড় করিয়েছে বিজেপি… সংসদে যখন এই আইনটি রাখা যাবে নাকি যাবে না সেটা নিয়ে হাড্ডাহাড্ডি টক্কর হবে, তখন রেখা পাত্র কী বলবেন বলুন তো! ওনার সংসদে যাওয়াটা কি খুব জরুরি’?

এরপরেই রেখাকে ঢাল করে মহিলা ও গরিব ভোটে লুট করার অভিযোগ আনেন নিরাপদ। তিনি বলেন, ‘রেখা পাত্রকে দিয়ে গরিব, সাধারণ মানুষের ভোট লুট করার রাস্তা চওড়া করা হচ্ছে না তো? দেশ কতখানি সুরক্ষিত, দেশের সার্বভৌমত্ব, আইনি খুঁটিনাটির বিষয়ে সংসদে দাঁড়িয়ে রেখা কি বলতে পারবেন? এদিকে সংবিধানের ধারা বদলে রেখা পাত্রের সকল অধিকার ছিনিয়ে নেবে মোদী সরকার। বিজেপি যে মহিলাদের ছিনিয়ে নিচ্ছেন, সেটা নিয়ে কি রেখা পাত্র বলতে পারবেন?’

basirhat bjp candidate rekha patra

এদিন বসিরহাটের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামকে নিয়ে কোনও বাক্যব্যয় করেননি নিরাপদ। এই বিষয়ে রেখার প্রতিক্রিয়া চাইতে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে কোনও উত্তর মেলেনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর