বাংলায় গেরুয়া ঝড়, পদ্মের ঠ্যালায় বেসামাল ঘাসফুল! সমীক্ষায় উঠে এল নয়া তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ মাঝে আর মাত্র একটা দিনের অপেক্ষা। আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। এবার রাজ্যে সাত দফায় লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) হতে চলেছে। উনিশের ভোটে সকলকে চমকে বাংলায় দুর্দান্ত ফলাফল করেছিল বিজেপি। চব্বিশের নির্বাচনেও সেই ধারা অব্যাহত থাকতে পারে, এমন তথ্যই পাওয়া গিয়েছে সাম্প্রতিক একটি সমীক্ষায় (Opinion Poll)।

উনিশের লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড় উঠেছিল পশ্চিমবঙ্গে (West Bengal)। পদ্মের ধাক্কায় খানিক বেসামাল দেখিয়েছিল জোড়াফুলকে। ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৮টি-তে জয়ী হয়েছিল পদ্ম শিবির। ভোট শতাংশের নিরিখে ৪০.৭% ভোট পেয়েছিল বিজেপি (BJP)। অন্যদিকে তৃণমূল (TMC) পেয়েছিল ৪৩.৩% ভোট। ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে স্রেফ ২২টিতে জয়ী হয়েছিল রাজ্যের শাসক দল।

একুশের বিধানসভা ভোটে অবশ্য ফের জোড়াফুলের ‘দাপট’ দেখা গিয়েছিল বাংলায়। মাত্র ৭৭টি আসনে পদ্ম ফোটাতে সক্ষম হয়েছিল কেন্দ্রের শাসক দল। তবে চব্বিশের লোকসভা নির্বাচনে আবারও বদলাতে পারে সেই চিত্র। বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় না উঠলেও, আসন্ন লোকসভা ভোটে ফের বাংলায় ‘খেল’ দেখাতে পারে পদ্ম শিবির। সম্প্রতি টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষায় পাওয়া গিয়েছে এমনই ইঙ্গিত।

আরও পড়ুনঃ তীব্র গরমে নাজেহাল দশা! দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টি কবে? বড় আপডেট

সমীক্ষার ফলাফল অনুযায়ী, ২০২৪ লোকসভা ভোটে বাংলায় ২০ থেকে ২৪টি আসনে জয়ী হতে পারে বিজেপি। অন্যদিকে এবারও কমতে পারে তৃণমূলের আসন। আসন্ন ভোটে ১৭ থেকে ২১টি আসনে জয়ী হতে পারে রাজ্যের শাসক দল। খাতা খুলতে পারে বাম-কংগ্রেস জোটেরও। বাংলায় একটি আসনে জয়ী হতে পারে কংগ্রেস।

west bengal lok sabha election 2024 opinion poll

টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষা অনুযায়ী, এবারও বাংলায় গেরুয়া ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। তবে শেষ মুহূর্তে যে কোনও কেন্দ্রের ফলাফল বদলাতে পারে। কারণ জনমত সমীক্ষার মাধ্যমে স্রেফ সাধারণ মানুষ কী ভাবছে সেই বিষয়ে একটা আন্দাজ করা যায়। এটিকে কখনওই নির্বাচনের ফলাফল হিসেবে বিবেচনা করা যায় না। তাই চব্বিশের লোকসভা ভোটে বাংলায় জোড়াফুল ফুটবে নাকি পদ্ম, তা জানতে আগামী জুন মাস অবধি অপেক্ষা করতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর