বাংলাহান্ট ডেস্ক : গরমের তীব্রতায় এখন সবার নাজেহাল অবস্থা। প্রচন্ড গরমে সবাই কাবু। তাই অনেকেই প্ল্যান করছেন গরমের কয়েকটা দিন শীতল মনোরম আবহাওয়া থেকে কাটিয়ে আসতে। আপনি যদি বর্তমানে দার্জিলিং কিংবা সিকিম যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর।
উত্তরবঙ্গের পর্যটকদের জন্য এবার ধামাকা খবর আনল ভারতীয় রেল। গরমকালে স্বাভাবিকভাবেই পর্যটকদের গন্তব্য থাকে উত্তরবঙ্গ। তাই প্রচুর পরিমাণ যাত্রী চাহিদা থাকে ট্রেনে। যাত্রী চাহিদা অত্যধিক থাকায় অনেকের টিকিট ওয়েটিং লিস্টে রয়েছে। আবার কেউ কেউ কেটে ফেলছেন বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট।
আরোও পড়ুন : FD’তে এই ব্যাংক এক মাসের মধ্যে তিনবার বৃদ্ধি করল সুদ! এখন বিনিয়োগ করলে পাবেন মোটা রিটার্ন
তবে সেখানেও আসন সংখ্যা প্রায় অমিল। এই অবস্থায় পূর্ব রেলের পক্ষ থেকে নতুন ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হল উত্তরবঙ্গের জন্য। পর্যটকদের কথা মাথায় রেখে পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে নিউ জলপাইগুড়ি পর্যন্ত একজোড়া স্পেশাল ট্রেন চালানোর। জানা যাচ্ছে এই স্পেশাল ট্রেন ছাড়বে হাওড়া স্টেশন থেকে।
আরোও পড়ুন : প্রচুর বুকিং বন্দে ভারতের! ব্যাপক লক্ষ্মীলাভ রেলের? আয়ের তথ্য জানলে চোখ কপালে উঠবে
আজিমগঞ্জ, মালদা টাউন হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে এই স্পেশাল ট্রেন। আগামী জুন মাসের শেষ অবধি এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ট্রেন নম্বর ০৩০২৭ NJP স্পেশাল এপ্রিল মাসের ১৭ ও ২৪ তারিখ, ১, ৮, ১৫, ২২ ও ২৯ মে এবং জুন মাসের ৫, ১২, ১৯ ও ২৬ তারিখ চলবে। রাত ১১:৫৫ মিনিটে এই ট্রেন রওনা দেবে হাওড়া থেকে।
পর দিন সকাল ১০:৪৫ মিনিটে ট্রেনটি পৌঁছাবে NJP স্টেশন। ট্রেন নম্বর ০৩০২৮ ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে এপ্রিল মাসের ১৮ ও ২৫ তারিখ, মে মাসের ২, ৯, ১৬, ২৩ ও ৩০ তারিখ এবং এবং জুন মাসের ৬, ১৩, ২০ ও ২৭ তারিখ ছাড়বে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দুপুর ১২:৪৫ মিনিটে এই ট্রেন ছেড়ে হাওড়া পৌঁছাবে রাত ১২:১০ মিনিটে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার