আবারও ভূমিকম্প,কম্পনের মাত্রা ৭.২

বাংলা হান্ট ডেস্ক:মঙ্গলবার ভোর সাড়ে সাতটা নাগাদ কেঁপে উঠল পাপুয়া নিউগিনি। কম্পনের মাত্রা ৭.২। মার্কিন ভূতত্ত্ব বিশেষজ্ঞ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পন হয় সকাল সাড়ে সাতটা নাগাদ।ভূকম্পের কেন্দ্র ছিল মাটি থেকে ১২৭ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্প,পাপুয়া নিউগিনির রাজধানী কিলোমিটার দূরে মরে যেতেও অনুভূত হয়।

‘দ্যা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার’ বলেছেন সুনামি হওয়ার কোন আশঙ্কা নেই। বুলোলো পুলিশ স্টেশনের এক আধিকারিক বলেছেন,’কোন রকম ক্ষয়ক্ষতির রিপোর্ট আমাদের কাছে নেই।’

02dfd 59673807 299138481015789 4381597134252670976 nপাপুয়ার এক বাসিন্দা বলেছেন ভূমিকম্পটি ৩০ সেকেন্ডের জন্য স্থায়ী ছিল।বাড়ির সেল্ফে থাকা কিছু জিনিসপত্র পড়ে গেছিল।বিদ্যুৎ পরিষেবা ছিল না। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে কোনরকম বড় ক্ষয় ক্ষতির চিহ্ন এখানে নেই।’

সম্পর্কিত খবর