বাংলা hunt ডেস্ক : গতবছরের কথা, হঠাৎ করেই রাতারাতি তারকা হয়ে ওঠে দক্ষিনের উঠতি অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভেরিয়র।তার চোখ মারার ভিডিও তে ঘায়েল হয় দেশের যুব সমাজ ,যা রাতারাতি তারকা করে তোলে এই তরুণী কে,এইবার বছর ঘুরতেই এই জায়গা দখল করে নিলো এক “বং ললনা ” , ইতিমধ্যে
যিনি প্রিয়া কে সরিয়ে হয়ে উঠেছেন দেশের ” ন্যাশনাল ক্রাশ ” , অন্তত সোশ্যাল মিডিয়া তাই বলছে ! দীপিকা ঘোষ, আইপিএলে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুর ম্যাচ চলাকালীন আরসিবি র গ্যালারিতে এর উপস্থিতি নজর কেড়েছিলো সকলের।বিরাটদের খেলার মাঝে বেশ কয়েকবার তার অভিব্যক্তি ফুটে উঠেছে টিভির স্ক্রিনে, যা মুহূর্তে ভাইরাল করে দেয় তাকে।
প্রসঙ্গত, এই ম্যাচে জয়লাভ করেছিলো বিরাটরা, তাই তাকে অনেকেই আসছে বছর প্রতি ম্যাচে আনার দাবি জানাচ্ছেন কারন তাদের মতে দীপিকা এই দলের ” লেডি লাক ” !