আর হাওড়া নয়, এবার বীরভূম, আসানসোল থেকে ট্রেনে সোজা দীঘা! পর্যটকদের জন্য রেলের নয়া উদ্যোগ

বাংলাহান্ট ডেস্ক : গোটা বছরই পর্যটকদের প্রিয় ডেস্টিনেশন দীঘা। কলকাতার অত্যন্ত কাছের এই সমুদ্র নগরী যুগ যুগ ধরে আকর্ষণ করে আসছে পর্যটকদের। পশ্চিমবঙ্গ তো বটেই, পার্শ্ববর্তী রাজ্য থেকেও মানুষ ঘুরতে আসেন দীঘায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি প্রচুর পর্যটক আসেন মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলি থেকেও।

এই জেলার মানুষদের ট্রেনে দীঘা যেতে হলে হাওড়া হয়ে ঘুরে যেতে হয়। হাওড়া হয়ে যাওয়ার ফলে বেশ কিছুটা সময় নষ্ট হয় পর্যটকদের। আবার ট্রেন যদি লেট থাকে তাহলে আরও বেশি সমস্যা দেখা দেয়। পর্যটকদের এই সমস্যার সমাধানে এবার তৎপর হল রেল। রেলের পক্ষ থেকে দীঘা যাওয়ার জন্য স্পেশাল ট্রেন নিয়ে আসা হল।

আরোও পড়ুন : মুনমুন ছাড়াও আরেক সন্তানের মা হয়েছিলেন সুচিত্রা সেন! জানুন, মহানায়িকার সেই অজানা মাতৃত্বের কথা

মালদা টাউন থেকে এই স্পেশাল ট্রেন দীঘা যাবে। আবার দীঘা থেকে ফিরবে মালদা টাউন। এই ট্রেন স্টপেজ দেবে বীরভূম, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায়। বলা হয়েছে এই ট্রেন স্টপেজ দেবে বীরভূমের রামপুরহাট, সাঁইথিয়া স্টেশনে। অন্ডাল, আসানসোল, আদ্রা সহ একাধিক স্টেশনেও এই ট্রেন দাঁড়াবে।

train new 1

রেলের ঘোষণা অনুযায়ী, ০৩৪৬৫ মালদা টাউন-দীঘা স্পেশাল ট্রেন ২০ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত প্রতি শনিবার দুপুর ০১:২৫ শে রওনা দেবে দীঘার উদ্দেশ্যে এবং রবিবার ভোর ৪ টের সময় পৌঁছাবে দীঘা। ০৩৪৬৬ দীঘা -মালদা টাউন স্পেশাল ২১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত প্রতি রবিবার সকাল ৮টায় রওনা দেবে মালদা টাউনের উদ্দেশ্য এবং রাত ১০:৩৫ মিনিটে পৌঁছাবে মালদা টাউন স্টেশনে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর