বাংলা হান্ট ডেস্কঃ শাহজাহান, শিবুরা জেলবন্দি। অনেকটাই শান্ত সন্দেশখালি। এরই মাঝে শনিবার সকালে ফের সন্দেশখালি (Sandeshkhali) গেল সিবিআই (CBI)। এদিন ধামাখালির দিকে দেখা যায় কেন্দ্রীয় এজেন্সির একটি টিমকে। সূত্রের খবর, তদন্তের প্রয়োজনে থানায় যাচ্ছে সিবিআই। অন্যদিকে এদিন সিবিআই এর আরেকটি টিম যায় ন্যাজাটের সুন্দরীখালি এলাকায় যায়। জমিহারাদের অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা যাচ্ছে।
কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনার তদন্ত করছে সিবিআই। তদন্তভার হাতে পাওয়ার পর থেকেই যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালি থানায় যায় সিবিআই। এদিনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি টিম পৌঁছেছে। সূত্রের খবর, নতুন করে বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সেই নিয়েই ফের অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি।
এই প্রথমবার সুন্দরীখালি এলাকায় গেল CBI. জমি দখল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। জোর করে জমি দখলের অভিযোগের তদন্তে আজ ফের শাহজাহানের খাসতালুকে সিবিআই। প্রসঙ্গত ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সন্দেশখালি এবং ন্যাজাট থানায় মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের উপর জুলুমবাজির গুচ্ছ গুচ্ছ অভিযোগ দায়ের হয়েছে। গত ১০ এপ্রিল সন্দেশখালিতে সমস্ত অভিযোগের তদন্ত করার জন্য সিবিআইকে নির্দেশ দেয় হাইকোর্ট।
আরও পড়ুন: কংগ্রেসের হয়ে ভোট প্রচারে শাহরুখ খান! ‘নির্লজ্জভাবে প্রকাশ্যে…’, চটে লাল বিজেপি
গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। ঘটনায় ইতিমধ্যে শাহজাহানের ভাই শেখ আলমগী, শাহজাহানের দুই সঙ্গী শিবু হাজরা , উত্তম সর্দার সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে সিবিআই।