বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের মাঝেই আচমকা দূরদর্শনের লোগোর (Doordarshan Logo) রঙ পরিবর্তন। নীলের বদলে গেরুয়া রঙের নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেছেন তিনি। এবার এই নিয়ে পাল্টা দিলেন বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।
লোকসভা নির্বাচন চলাকালীন আচমকা দূরদর্শনের লোগোর ‘গেরুয়াকরণ’ (Doordarshan Saffron Logo) দেখে স্তম্ভিত, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে প্রশ্ন তুলেছেন, দেশজুড়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু থাকাকালীন কীভাবে এই পরিবর্তন সম্ভব হল? অবিলম্বে গেরুয়ার পরিবর্তে পুরনো নীল রঙের লোগো ফেরানোর দাবিও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবার আসরে নামলেন অমিত।
Thanks for not abusing. Your language off late has been crass and disgusting. The prospect of losing election is showing.
On Doordarshan’s saffron colour – it was tested way back in 1982. So, don’t be shocked and find out who changed it to blue.
This is nothing but home coming… https://t.co/0PDQQe9Fbj pic.twitter.com/UzfBsrkigo
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) April 20, 2024
শনিবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে বিজেপির আইটি সেলের প্রধান লেখেন, ‘দুর্ব্যবহার না করার জন্য ধন্যবাদ। সাম্প্রতিক অতীতে আপনার ভাষা বেশ জঘন্য ছিল। নির্বাচনে পরাজিত হওয়ার সম্ভাবনা বেশ দেখা যাচ্ছে’।
আরও পড়ুনঃ সবে মিলেছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর! এবার ED স্ক্যানারে ‘রাঘব বোয়াল’? শুভেন্দুর দাবিতে শোরগোল
এরপরেই দূরদর্শনের লোগোর ‘গেরুয়াকরণ’ নিয়ে মুখ খোলেন বিজেপির আইটি সেলের প্রধান। আচমকা পরিবর্তন নয়, বরং কয়েক দশক আগেই এই নিয়ে পরীক্ষা হয়েছিল জানিয়ে অমিত লেখেন, ‘দূরদর্শনের লোগোর গেরুয়া রঙ নিয়ে জানিয়ে রাখি, ১৯৯২ সালেই এই নিয়ে পরীক্ষা করা হয়েছিল। তাই অবাক হবেন না এবং কে এর রঙ নীল রঙে পরিবর্তন করেছিল সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করুন। এটা জাতীয় সম্প্রচারকের বাড়ি ফেরার মতো ব্যাপার ছাড়া আর কিছুই নয়’।
শুধু অমিত নন, বঙ্গ বিজেপিও এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন, গেরুয়া রঙে খারাপ কী? গেরুয়ায় ওনার এত রাগ কেন? দিলীপ ঘোষ আবার বলেন, বদল তো হবেই। সবকিছু নীল সাদা হবে কেন? এই দেশের প্রতীক, পরম্পরা গেরুয়া। গেরুয়া সব জায়গায় থাকা উচিত। নিজেদের পছন্দ মতো লোগো ব্যবহার করার অধিকার দূরদর্শনের রয়েছে। তারা তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ব বাংলার লোগো ব্যবহার করবে না!