বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে টাটা গ্রুপ (Tata Group) বিভিন্ন ক্ষেত্রে নিজেদের বিস্তৃত করছে। একদম নুন তৈরি থেকে শুরু করে বিমান সংস্থা পরিচালনা প্রতিটি ক্ষেত্রেই দক্ষতার সাথে নিজেদের আধিপত্য বজায় রাখছে এই গ্রুপ। শুধু তাই নয়, ইতিমধ্যেই টাটা গ্রুপ হাত দিয়েছে iPhone উৎপাদনের কাজেও। ঠিক এই আবহেই একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী মাসের মধ্যে ভারতে Pegatron Corp.-এর iPhone ম্যানুফ্যাকচারিং অপারেশন গ্রহণ করতে পারে টাটা গ্রুপ।
এর মাধ্যমে ভারতীয় সরবরাহকারীদের উপর Apple-এর নির্ভরতা আরও বাড়তে পারে। এই প্রসঙ্গে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, Pegatron-এর সাথে টাটা গ্রুপ আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই বিষয়ে চুক্তি সম্পন্ন হওয়ার পরে টাটা ইলেকট্রনিক্স লিমিটেড Pegatron-এর কার্যক্রম পরিচালনা করতে পারবে। রিপোর্টে বলা হয়েছে যে টাটা গ্রুপ ভারতে তাইওয়ানের এই Apple হ্যান্ডসেট অ্যাসেম্বলি অপারেশনের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব কেনার পরিকল্পনা করছে। উল্লেখ্য যে, তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে Pegatron-এর একটি iPhone উৎপাদন কারখানা রয়েছে এবং আরেকটির নির্মাণকাজ চলছে।
এদিকে, সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে যে, এই চুক্তির ফলে Pegatron টাটাকে উৎপাদন দক্ষতার মাধ্যমে সাহায্য করবে। জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারি ইনসেন্টিভ নিয়ে ভারতে ক্রমশ উৎপাদন বাড়াচ্ছে Apple। তাদের লক্ষ্য হল আরও বৈচিত্র্যময় সরবরাহ শৃঙ্খলের জন্য চিনের ওপর নির্ভরতা হ্রাস করা এবং কার্যকরভাবে ভূ-রাজনৈতিক ঝুঁকি পরিচালনা করা। মোদীর নেতৃত্বাধীন সরকার ভারতে উৎপাদন বাড়াতে তাইওয়ানের Foxconn টেকনোলজি গ্রুপ এবং Pegatron-এর মতো বড় Apple সরবরাহকারীদের উৎসাহিত করার লক্ষ্যে প্রোডাকশন-লিঙ্কড ইন্টেনসিভ চালু করেছে।
আরও পড়ুন: ধোয়া তুলসীপাতা নন মুইজ্জু! উঠল চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ, ভয়াবহ পরিস্থিতি মলদ্বীপে
এদিকে, আরও জানা গিয়েছে, Apple Inc. মুরুগাপ্পা গ্রুপ এবং টাটা গ্রুপের টাইটান কোম্পানির সাথে iPhone-এর ক্যামেরা মডিউলগুলির জন্য সাব-কম্পোনেন্ট তৈরি করার ক্ষেত্রে আলোচনা করছে। জানিয়ে রাখি যে, Apple iPhone-এর ক্যামেরা মডিউলের জন্য বর্তমানে কোনো ভারতীয় সরবরাহকারী নেই। এমতাবস্থায়, টাইটান বা মুরুগাপ্পা গ্রুপের সাথে প্রথম চুক্তি হতে পারে। আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: চরম আর্থিক সঙ্কটের মধ্যে থাকা পাকিস্তানে ফের বিপর্যয়! ভারী বর্ষণে ৮৭ জনের মৃত্যু, আহত বহু
জানিয়ে রাখি, Apple iPhone-এর ক্যামেরা মডিউল তার উন্নত প্রযুক্তি এবং ক্ষমতার জন্য পরিচিত। নন-প্রো মডেলগুলি সাধারণত একটি ডুয়াল ক্যামেরা সিস্টেমের সাথে উপলব্ধ হয়। যেগুলির মধ্যে সাধারণত একটি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকে। অন্যদিকে, প্রো মডেলগুলিতে আরও পরিশীলিত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে একটি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি টেলিফটো লেন্স রয়েছে। এই ট্রিপল ক্যামেরা সিস্টেম ব্যবহারকারীদের ছবি তোলার ক্ষেত্রে ওয়াইডার রেঞ্জ ক্যাপচার করার সুবিধা প্রদান করে ও জুম করার ক্ষমতাকে আরও উন্নত করে।