বাংলা হান্ট ডেস্ক : এপ্রিল মাস প্রায় শেষের মুখে। মাসের শুরুতেই RBI জানিয়েছিল যে, এই মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেই হিসেব অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল চতুর্থ শনিবার এবং ২৮ এপ্রিল রবিবার হওয়ার কারণে বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজ। তারপরেই শুরু হয়ে যাবে মে মাস। এখন তবে জেনে নেওয়া যাক আগামি মে মাসে ঠিক কবে এবং কোথায় ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকবে ।
মে মাসে কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
RBI এর বিজ্ঞপ্তি অনুসারে আগামি মাসে মোট ১২ দিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। একাধিক উৎসব রয়েছে পরের মাসে। সেই সাথে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা। এসবের পাশাপাশি মে মাসে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী, নজরুল জয়ন্তী, অক্ষয় তৃতীয়ার মতো উৎসব।
তবে অক্ষয় তৃতীয়া উপলক্ষে ১০ মে, ২০২৪ গোটা দেশ নয়, শুধুমাত্র কিছু রাজ্যেই বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম। শ্রম দিবস এবং মহারাষ্ট্র দিবসের কারণে মহারাষ্ট্রে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১ মে। এছাড়াও তেলেঙ্গানা, মুম্বাই, নাগপুর, পানাজি, পাটনা, ইম্ফল, কোচি, কলকাতা, বেলাপুর, বেঙ্গালুরু, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, গুয়াহাটি এবং তিরুবনন্তপুরমে ১ মে ব্যাঙ্ক ছুটি থাকবে।
আরও পড়ুন : বিজেপি প্রার্থীর প্রচারে দেদার পকেটমারি, খোয়া গেল হাজার হাজার টাকা
এরপর সাপ্তাহিক ছুটির কারণে ৫ মে রবিবার গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ৮ মে বুধবার কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। শুক্রবার ১০ মে অক্ষয় তৃতীয়া উপলক্ষে বেঙ্গালুরুতে ব্যাঙ্ক ছুটি থাকবে। ১১ মে চতুর্থ শনিবার হওয়ায় সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর সাপ্তাহিক ছুটির কারণে ১২ মে, রবিবার সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এসব ছাড়াও রাজ্য দিবসের কারণে ১৬ মে, বৃহস্পতিবার গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৯ মে, রবিবার। ২০ মে সোমবার বেলাপুর এবং মুম্বাইতে লোকসভা নির্বাচন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ মে, বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেরাদুন, জম্মু, চণ্ডীগড়, কলকাতা, নয়াদিল্লি, নাগপুর, রাঁচি, সিমলা, আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, দেরাদুন, ইটানগর, লখনউ, মুম্বাই, রায়পুর এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন : ৬ দশকে প্রথম, ভয়াবহ বন্যার কবলে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব! চিনে বিপদে কোটি কোটি মানুষের
এরপর ২৫ মে চতুর্থ শনিবার হওয়ার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর রবিবার সাপ্তাহিক ছুটির কারণে ২৬ মে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, ব্যাঙ্ক বন্ধ থাকলেও আপনি টাকা তুলতে পারবেন। ATM কার্ডের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলতে পারেন। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করেও টাকা তোলা যায়। আপনি যদি কারো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে চান, তাহলে আপনি অনলাইন ব্যাঙ্কিং সুবিধা নিতে পারেন।