বাংলা হান্ট ডেস্কঃ চলছে ২০২৪ লোকসভা ভোট (Loksabha Vote)। গোটা দেশে ভোটের কারণে আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে। তবে এরই মাঝে অবাক কাণ্ড। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) অর্থাৎ ডিএ (DA) বৃদ্ধির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য সরকার। যেই ঘটনা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
জানিয়ে রাখি, সম্প্রতি নিজের অধীনস্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি করতে চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এক রাজ্য। লোকসভা নির্বাচনের মাঝেই সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনার্সদের ডিএ বৃদ্ধি করার অনুমতি চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ইতিমধ্যেই প্রস্তাবও পাঠানো হয়েছে। এখন অপেক্ষা শুধু নির্বাচন কমিশনের অনুমতির।
একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জম্মু ও কাশ্মীর সরকারের প্রশাসনিক দফতর আদর্শ আচরণবিধির মেখেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করতে চেয়ে সম্প্রতি নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছে। এই অবস্থায় যদি সত্যিই কমিশন অনুমতি দেয় তাহলে সোনায় সোহাগা সরকারি কর্মীরা। কারণ ভোটের মাঝেই তাদের ডিএ, ডিআর বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, বর্তমানে সে রাজ্যের সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪৬ শতাংশ হারে ডিএ পান। ভোটের মাঝেই তাদের আরও ৪% ডিএ বৃদ্ধি করতে চেয়েছে রাজ্য সরকার। এবার যদি কমিশনের অনুমতি নিয়ে ডিএ বাড়ানো সম্ভব হয় তাহলে সরকারি কর্মচারীরা এরপর থেকে ৫০% শতাংশ হারে ডিএ পাবেন।
আরও পড়ুন: ‘সরকারি টাকায় সবটা হজম করবে…’, নাম না করে SSC মামলায় বিচারপতিদের তীব্র আক্রমণ মমতার
২০২৪ সালের অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাস থেকেই জম্মু ও কাশ্মীরের রাজ্য সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাবেন যদি কমিশনের অনুমতি মেলে। উল্লেখ্য, লোকসভা ভোটের আগেই ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারি কর্মীদের ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছে। আগে তারা ৪৬% হারে ডিএ পেতেন। তবে ভোটের ঠিক আগেই ফের ৪% ডিএ বাড়ানোয় বর্তমানে তা গিয়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। কেবল ডিএ-ই নয় পাশাপাশি একাধিক ভাতাও বাড়ানো হয়েছে রাজ্য সরকারি কর্মীদের।