রোহিত কিংবা কোহলি নন! ভারতকে T20 বিশ্বকাপ এনে দেবেন এই দুই প্লেয়ার, নাম জানালেন যুবরাজ

বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League)-এর পরেই শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। এমতাবস্থায়, T20 বিশ্বকাপের দল কয়েকদিনের মধ্যেই বেছে নেওয়া হবে। তবে, চূড়ান্ত দল ঘোষণার আগে নিজেদের পছন্দের ভারতীয় দল (India National Cricket Team) বেছে নিচ্ছেন ক্রিকেটের কিংবদন্তিরা। আর এই দলগুলিকে ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যেও যথেষ্ট আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। এবার, ২০০৭ সালে ভারতের T20 বিশ্বকাপজয়ী দলের শ্রেষ্ঠ অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh) এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন।

মূলত, যুবরাজ সিং স্পষ্ট জানিয়েছেন যে, T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলে দু’জনের জায়গা রীতিমতো পাকা হয়ে রয়েছে। ছ’বলে ছ’ছক্কা হাঁকানো এই বিধ্বংসী খেলোয়াড় ICC-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “T20 বিশ্বকাপে ভারতের জয়ের চাবিকাঠি থাকবে সূর্যকুমার যাদবের হাতে। ওই খেলোয়াড় যেভাবে খেলে তাতে ১৫ বলের মধ্যেই ম্যাচের রং বদলে যেতে পারে। তাই, সূর্যের জায়গা পাকা।” পাশাপাশি, ভারতের বিশ্বকাপ জেতার ক্ষেত্রে সূর্যকে ভালো ব্যাট করতে হবে বলেও জানান তিনি।

Yuvraj Singh named these two players who will bring India the ICC Men's T20 World Cup.

এদিকে, ব্যাট হাতে যুবরাজ যেমন ভরসা রাখছেন সূর্যের ওপর ঠিক তেমনই বল হাতে তাঁর ভরসা রয়েছে ভারতের তারকা বোলার জশপ্রীত বুমরার ওপরে। বুমরার প্রসঙ্গে যুবরাজ জানান, “বুমরা বল হাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। এর পাশাপাশি আমি দলে একজন লেগ স্পিনার কেও দেখতে চাইবো।” এমতাবস্থায়, তিনি যুজবেন্দ্র চাহালের নাম নিয়ে বলেন, “ও ভালো বল করছে।”

আরও পড়ুন: ২৬১ রান করেও লজ্জার হার KKR-এর! পাঞ্জাব ম্যাচে আসল “ভিলেন” কলকাতার এই ৩ খেলোয়াড়

এদিকে, যুবরাজ শিবম দুবের প্রসঙ্গেও নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে তারকা খেলোয়াড় হয়ে ওঠার ক্ষেত্রে সব রকমের রসদ রয়েছে এই প্লেয়ারের মধ্যে। পাশাপাশি, T20 বিশ্বকাপেও দুবেকে তিনি দলে দেখতে চান। যুবরাজ বলেন, “বিশ্বকাপের দলে আমি দুবেকে দেখতে চাইব। দলে দুবে ধারাবাহিকভাবে জায়গা না পেলেও ও ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে। অনেকেই এই সময় খেললেও শিবম দুবে বাকিদের থেকে আলাদা।”

আরও পড়ুন: সস্তার দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারতীয় পাসপোর্ট, সবথেকে দামি কে? নাম জানলে হয়ে যাবেন “থ”

পাশাপাশি, T20 বিশ্বকাপে ভারতীয় দলের উইকেটরক্ষক কে হবেন এই নিয়ে সর্বত্রই আলোচনা চলছে। এই প্রসঙ্গে যুবরাজ জানিয়েছেন, “দীনেশ কার্তিক এখন ভালো খেলছে। ২০২২ সালে IPL-এ ভালো খেলার পর ওকে বিশ্বকাপে নেওয়া হয়েছিল। কিন্তু, সেখানে ও খেলতে পারেনি। তবে, প্রথম একাদশে যদি কার্তিককে খেলানো না হয়, সেক্ষেত্রে ওকে দলে নেওয়ার প্রয়োজন নেই। পরিবর্তে ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসনকে নিয়ে যাওয়াই ভালো।” ওরা ফর্মে রয়েছে বলেও জানান যুবরাজ।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর