বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যেমন সম্প্রতি এই মামলার রায়দানের প্রেক্ষিতে বিচারব্যবস্থা এবং বিচারপতি একাংশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। এবার তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাল ইউটিইউসি।
সম্প্রতি এক নির্বাচনী সভা থেকে এসএসসি মামলার রায় (SSC Recruitment Scam) নিয়ে সরব হন অভিষেক। তৃণমূলের (TMC) সেকেন্ড ইন কমান্ড বিচারব্যবস্থা এবং বিচারপতিদের একাংশকে নিয়ে নিশানা করেন। এবার তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করল ইউটিইউসি (UTUC)।
জানা যাচ্ছে, উক্ত শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক তথা আরএসপি নেতা অশোক ঘোষ শুক্রবার হাই কোর্টের প্রধান বিচারপতিকে এই মর্মে চিঠি দিয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে তিনি অভিযোগ করেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারব্যবস্থার রায় রাজনীতির দ্বারা প্রভাবিত বলে অভিযোগ করেছেন। দেশের গণতন্ত্রের প্রতি আঘাত করে তিনি বলেন, ‘দেশ থেকে কলকাতা হাই কোর্ট তুলে দেওয়া উচিত’। ওনার এহেন মন্তব্য আদালত অবমাননার সমতুল্য’।
আরও পড়ুনঃ হাই কোর্টের রায়ে চাকরিহারা! ‘সোমার চাকরি থাকলে আমারটা নয় কেন?’ প্রশ্ন ক্যান্সার আক্রান্ত বিধানের
এখানেই না থেমে অশোক চিঠিতে লেখেন, অভিষেকের এহেন মন্তব্য গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থাহীন, বিদ্বেষমূলক। সেই কারণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এহেন মন্তব্যের প্রতি যেন যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়। বিচারব্যবস্থার গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। অশোকের কথা, আমজনতা বিশ্বাস করে বিচারব্যবস্থা গণতন্ত্রের রক্ষক। এহেন বক্তব্যের কারণে সেই বিশ্বাস আঘাতপ্রাপ্ত হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি একটি নির্বাচনী সভা থেকে এসএসসি মামলার রায় নিয়ে সরব হন অভিষেক। নাম না করে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে বলেন, ‘যে বিচারপতি এসএসসি মামলা শুনছিলেন, তিনি এখন বিজেপি প্রার্থী। বিচারপতি থাকাকালীন তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছিলেন। এখন সেই বিচারপতি যদি বিজেপিতে যান তাহলে তো দেশ থেকে কলকাতা হাই কোর্টটাকেই তুলে দেওয়া উচিত!’