বাংলা হান্ট ডেস্কঃ সবে মিলেছে কণ্ঠস্বর কাকুর! নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্তদের তালিকায় শীর্ষের দিকে অবস্থান সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর (Kalighater Kaku)। ওদিকে বহু টানাপোড়েনের পর কাকুর কণ্ঠস্বরের নমুনা মেলার পর থেকে জোর তরজা চলছে রাজ্য-রাজনীতিতে। আর সেই উত্তাপ এবার আরও কিছুটা চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকুকে নিয়ে এবার বিস্ফোরক দাবি করে তোলপাড় ফেলে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শনিবার কাকুর কণ্ঠ মিলে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, ‘কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা মিলে গিয়েছে। তার সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে তার প্রমাণ মিলে গিয়েছে। এই কাকুই ফোন করে সবাইকে বলেছে মেবাইলে যা যা রয়েছে সব তথ্য ডিলিট করে দাও। এই কাকু টাকু কেউই নয়। উনি লিপস অ্যান্ড বাউন্ডসের উনি ছিলেন। আর লিপস অ্যান্ড বাউন্ডসটা কার? মমতার পরিবারের।’
শুভেন্দু বলেন, ‘এই সংস্থায় মমতার পরিবারের অনেকেই আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অমিত বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বৌদি লতা বন্দ্যোপাধ্যায় এখন লিপস অ্যান্ড বাউন্ডেসর এখনও যারা ডিরেক্টর পদে রয়েছেন। এর আগে মমতার ভাইপোও ডিরেক্টর ছিলেন। ওর চেক পাওয়ার এখনও আছে।’
প্রসঙ্গ, যেই লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে এত চর্চা, সেই সংস্থা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বর্তমানে সেই সংস্থার সিইও পদে রয়েছেন অভিষেক। সেকথা নিজের মুখেই জানিয়েছিলেন তৃণমূল নেতা। আর এই সংস্থারই কর্মী ছিলেন ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র।
আরও পড়ুন: Adidas-র জুতোতে Adidas লেখা তুলে পরছেন মমতা-অভিষেক? ভরা সভায় একি বললেন শুভেন্দু
নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে এই সংস্থার অফিসে আগে তল্লাশি চালায় ইডি। একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়। জেরার মুখোমুখি হন অভিষেকও। বাজেয়াপ্ত করা হয় সংস্থার সম্পত্তি। এখনও পর্যন্ত অভিষেকের ‘লিপস অ্য়ান্ড বাউন্ডস’ এর ১৩৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বুধবার সে কথা কলকাতা হাইকোর্টে জানাল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।