বাংলা হান্ট ডেস্ক :এপ্রিল মাসের শুরু থেকেই গরমের দাবদহ হাড়ে হাড়ে টের পেয়েছে রাজ্যবাসী। যদিও হাওয়া অফিসের তরফ থেকে আগে ভাগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, এই বছরে রেকর্ড গরম পড়বে। অর্থাৎ পূর্বের সব রেকর্ডই ভেঙে দেবে এই বছরের গ্রীষ্মকাল। এর মধ্যেই ফের প্রবল তাপপ্রবাহের সর্তকতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর।
জানানো হয়েছে, আপাতত বৃষ্টির কোন সম্ভাবনাই নেই। বরং বইতে পারে লু।কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুর আগামী কিছুদিন এই কয়েকটি জেলাতে কড়া সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।
উত্তাপ বাড়ার সাথে সাথে বাতাসে থাকবে আদ্রতা। আপাতত এই গরমের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই।