সাবধান! আজ ৪৬ ডিগ্রী ছাড়াতে পারে তাপমাত্রা!

বাংলা হান্ট ডেস্ক :এপ্রিল মাসের শুরু থেকেই গরমের দাবদহ হাড়ে হাড়ে টের পেয়েছে রাজ্যবাসী। যদিও হাওয়া অফিসের তরফ থেকে আগে ভাগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, এই বছরে রেকর্ড গরম পড়বে। অর্থাৎ পূর্বের সব রেকর্ডই ভেঙে দেবে এই বছরের গ্রীষ্মকাল। এর মধ্যেই ফের প্রবল তাপপ্রবাহের সর্তকতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা সহ আরও আটটি জেলাতে প্তাপ প্রবাহের সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কিছুদিন ধরেই দুপুরের দিকে রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। তবে আজ দুপুরে ৪৬ ডিগ্রী ছাড়াতে পারে তাপমাত্রা। বাতাসে বইতে পারে লু।

0e7c6 screenshot 20190430 192745তাই বিশেষ প্রয়োজন ছাড়া কাউকেই দুপুর বেলায় বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

সম্পর্কিত খবর