বাংলাহান্ট ডেস্ক : আজকাল লোন (Loan) নেওয়া খুবই সহজ। নিয়মিত উপার্জন ও সঠিক ক্রেডিট স্কোর থাকলে সহজেই বিভিন্ন জায়গা থেকে ঋণের সুবিধা পাওয়া যায়। অনেকেই তাই পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণের উপর ভরসা রাখেন আপৎকালীন পরিস্থিতিতে। তবে লোন নেওয়ার আগে অবশ্যই আমাদের কিছু বিষয় মাথায় রাখা উচিত, নয়ত আমরা লোনের ফাঁদে পড়ে গিয়ে বড় সমস্যার সম্মুখীন হতে পারি। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাকে কিছু বিষয় সম্পর্কে জানাব যেগুলি আপনাদের অবশ্যই ঋণ নেওয়ার আগে মাথায় রাখা উচিত।
• ঋণের পরিমাণ ও সময়কাল : আপনার যতটুকু দরকার ততটুকুই ঋণের আবেদন করুন। মনে রাখবেন আপনি যতটা বেশি ঋণ নেবেন ততটা বেশি সুদ দিতে হবে। অল্প পরিমাণ টাকার প্রয়োজন হলে বন্ধু বা আত্মীয়-স্বজনদের থেকে সাহায্য নিন। সেখানে হয়ত আপনাকে সুদ দিতে হবে না।পাশাপাশি কত সময়কালের জন্য ঋণ নিচ্ছেন সেটিও মাথায় রাখা উচিত। ঋণ পরিশোধের সময়কাল বেশি হলে ইএমআই-এর পরিমাণ কম হয় ঠিকই, তবে সেক্ষেত্রে অতিরিক্ত সুদ দিতে হবে আপনাকে।
আরোও পড়ুন: দারুণ খবর! এবার রেশন কার্ড থাকলেই চাল, গম ছাড়াও হাতে আসবে দুধ, ঘি! নয়া আপডেট দিল কেন্দ্র
• সুদের হার এবং প্রসেসিং ফি : লোন নেওয়ার আগে অবশ্যই সুদের হার এবং প্রসেসিং ফি সম্পর্কে ভালোভাবে জেনে নিন। বেশকিছু আর্থিক সংস্থার সাথে কথা বলুন সুদ ও প্রসেসিং ফি-এর ব্যাপারে। যেখানে এই চার্জগুলো কম হবে সেখান থেকেই লোন নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে।
আরোও পড়ুন : Samsung, LG’র দিন শেষ! বাজার কাঁপাতে আসছে মুকেশ আম্বানির সংস্থার টিভি-ফ্রিজ
• জরিমানার পরিমাণ : লোন গ্রহণ করার আগে জরিমানার পরিমাণ সম্পর্কে ভালোভাবে জেনে নিন। আর্থিক সংস্থাগুলি বকেয়া টাকার উপর এক শতাংশ থেকে পাঁচ শতাংশ জরিমানা চার্জ করে। হঠাৎ আপনি যদি কিছুদিনের জন্য ইএমআই না দিতে পারেন তাহলে বকেয়া টাকার উপর জরিমানা আরোপ করা হয়। সেই বিষয়টি সম্পর্কে আগে থেকে অবগত থাকুন।
• লোন চুক্তি : লোন নেওয়ার আগে অবশ্যই মন দিয়ে পড়বেন লোনের চুক্তি বা এগ্রিমেন্ট। প্রিপেমেন্ট পেনাল্টি ও অন্যান্য বিষয় সম্পর্কে এই পেপারে উল্লেখ করা থাকে। তাই অবশ্যই মন দিয়ে পড়ে নেওয়া উচিত লোন এগ্রিমেন্ট।