শুধু মন্ত্রী নয়! ‘কালীঘাট অবধি গিয়েছে শাহজাহানদের টাকা’, বিস্ফোরক দাবিতে শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ শাহজাহানের মতো নেতাদের ওপর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে! মঙ্গলবার সকালে এমনটাই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন বর্ধমানের বহিষ্কৃত বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে চা চক্রে সামিল হয়েছিলেন তিনি। সেখানেই ফের একবার রাজ্যের শাসক দলকে নিশানা করেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ।

এদিন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর ভোটারদের শাসানো প্রসঙ্গে দিলীপ বলেন, যারা আদতে সমাজবিরোধী, তাঁরা এখন নেতা হয়ে গিয়েছেন। সাধারণ মানুষ এই গুন্ডাদের পরাজিত করবে। জনগণের মধ্যে উৎসাহ এসেছে, আতঙ্ক কেটে যাবে। জনতা দমাদম ভোট দেবে আর ভোট হলেই এরা জেলে যাবে।

সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) নিয়ে সুপ্রিম রায় নিয়েও এদিন কথা বলেন বর্ধমান দুর্গাপুরের পদ্ম প্রার্থী। দিলীপ বলেন, শাহজাহানের মতো নেতাদের ওপরেই তৃণমূল কংগ্রেস (TMC) দাঁড়িয়ে রয়েছে, রাজ্য সরকার দাঁড়িয়ে রয়েছে। এই সকল স্তম্ভদের আদালত, সিবিআই, ইডি এবার ধরছে আর ভাঙছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভিখারির দশা হবে বলেও মন্তব্য করেন বিজেপি নেতা।

আরও পড়ুনঃ ভাই-স্ত্রী অতীত! শাহজাহান মামলায় এবার সাবির আলি মোল্লাকে তলব করল ED, পরিচয় চমকে দেবে

সম্প্রতি আদালতে পেশা করা ইডির লিখিত রিপোর্টে দাবি করা হয়েছে,জমি, ভেড়ি দখলের টাকা বেশ কয়েকজনের কাছে পাঠানো হয়েছে। সেই তালিকা ২-৩ মন্ত্রীরও নাম রয়েছে। এদিন এই প্রসঙ্গে দিলীপ বলেন, শুধু মন্ত্রী নয়, শাহজাহানদের টাকা কালীঘাট অবধি গিয়েছে।

২০১৬ এসএসসি প্যানেল প্যানেল বাতিল নিয়েও আজ সুর চড়াতে দেখা যায় মেদিনীপুরের বিদায়ী সাংসদকে। দিলীপ বলেন, প্রধানমন্ত্রী চাকরি বিলি করেন আর মুখ্যমন্ত্রী টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেন। এটা হচ্ছে তফাৎ। যারা চাকরির বিনিময়ে টাকা নিয়েছে, সিবিআই, ইডি তাঁদের পেট থেকে টাকা বের করবে বলেও দাবি করেন বিজেপি নেতা।

BJP candidate Dilip Ghosh

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্ধমানের সভার মাঠ নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে সেই প্রসঙ্গে দিলীপ বলেন, ওঁরা মাঠ দেবে না। বিকল্প হিসেবে সাঁইয়ের মাঠে পরিষ্কার করা শুরু হয়েছে। ওখানেই সম্ভবত সভা হবে। ভোটের পর এর হিসাব-কিতাব বুঝে নেওয়ার ‘হুঁশিয়ারি’ও দেন তিনি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর