রামমন্দিরে আমন্ত্রণ জানালেও কেন যাননি মমতা? ভোটের মুখে বাংলায় এসে শাহ বললেন, ‘কারণ ওঁরা…’

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আবহে ফের রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে সভা করছেন অমিত শাহ (Amit Shah)। বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে আয়োজিত এই সভামঞ্চে দাঁড়িয়ে একাধিকবার রাজ্যের শাসক দলকে নিশানা করলেন তিনি। রামমন্দিরের (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমন্ত্রণ জানালেও তিনি কেন যাননি, সেই নিয়েও এদিন মুখ খোলেন শাহ।

আজকের সভার শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অসীম সরকারকে যত ভোট দেবেন, সেই সব ভোট যাবে নরেন্দ্র মোদীর কাছে’। এরপর বাংলার মানুষের জন্য কেন্দ্র কী কী করে তা নিয়ে কথা বলেন শাহ। প্রবীণ বিজেপি নেতা বলেন, বাংলায় যে বিনামূল্যে চাল আসে, সেটা মোদীর দেওয়া। এই রাজ্যের ৪ কোটি মানুষকে বাড়ি এবং ১২ কোটি মানুষের বাড়িতে শৌচালয় তৈরি করে দিয়েছে মোদী সরকার। ১০ কোটি মানুষকে গ্যাস সিলিন্ডার এবং ১৪ কোটি মানুষের বাড়ি জলও পৌঁছে দেওয়া হয়েছে।

এদিনের সভা থেকে রামমন্দির নিয়েও বেশ কিছু কথা বলেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় সাত দশক ধরে রাম মন্দির ইস্যু নিয়ে টানাপোড়েন চলছিল। তবে বাংলা থেকে ১৮টা আসন পেতেই দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে মামলা জিতে রামমন্দির উদ্বোধন করলেন তিনি। এরপরেই তৃণমূল (TMC) নেত্রী কেন রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দিন যাননি তা নিয়ে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ শুধু মন্ত্রী নয়! ‘কালীঘাট অবধি গিয়েছে শাহজাহানদের টাকা’, বিস্ফোরক দাবিতে শোরগোল রাজ্যে

শাহ বলেন, এদেশের মানুষ এবং রামভক্তরা চাইতেন এই মন্দির তৈরি হোক। মন্দির তৈরি হওয়ার পর মমতা দিদিকে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। তবে উনি যাননি। কেন যাননি জানেন? কারণ ওঁরা অনুপ্রবেশকারীদের ভয় পায়।

এরপর সরাসরি তৃণমূলকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নেতারা বাংলায় এলে হোটেল, গাড়ি পাওয়া যায় না। যে হোটেল বুক হয়, তৃণমূলের গুন্দারা সেটা খালি করিয়ে দেয়’। এখানেই না থেমে এরপর বিজেপি নেতা দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় পায়।

Amit Shah West Bengal rally

মেমারির সভা থেকে বাংলায় খুন হওয়া বিজেপি কর্মীদের নিয়েও মুখ খোলেন শাহ। তিনি বলেন, গেরুয়া শিবিরের বহু কর্মী এই রাজ্যে খুন হয়েছেন। সরকার তৈরির পর যারা এগুলো করেছে তাঁদের পাতাল থেকে হলেও খুঁজে বের করে জেলে পাঠানো হবে বলে মন্তব্য করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর