বাংলা হান্ট ডেস্ক: সকালের আলো ফুটতেই যেন দুপুর। মাথার ওপর জ্বলন্ত সূর্য। দিনভর অসহ্য গরম, রাতেও স্বস্তি নেই। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal) ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা। কোথাও কোথাও ৪৫ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। তবে এর মধ্যেই এল বৃষ্টির সুখবর। চলতি সপ্তাহেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Office)।
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। গত ৭০ বছরের ইতিহাসে এপ্রিল মাসে রেকর্ড গরম। মঙ্গলবারও দেশের উষ্ণতম শহর ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা। আপাতত শনিবার পর্যন্ত তাপমাত্রা আর না বাড়লেও কমারও সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এবং আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
বৈশাখ মাসের প্রায় শেষের দিকে এসে অবশেষে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। চলতে পারে টানা তিন দিন। যার জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে।
৫ মে বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। এরপর সোমবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া। আগামী ৮ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে আপাতত ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হিট ওয়েভের সতর্কবার্তা জারি হয়েছে।
আরও পড়ুন: ঘোষণা হলেও নয় চূড়ান্ত? T20 বিশ্বকাপের জন্য এখনও বদলাতে পারে টিম ইন্ডিয়া! নিয়ম রয়েছে ICC-র
আজ উত্তরবঙ্গের দার্জিলিঙ, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া আজ উত্তরের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলা গুলিতেও ক্রমশ বাড়ছে তাপমাত্রা।