বাংলা hunt ডেস্ক : সম্প্রতি নিউইয়র্কে মেট গালায় ২০১৯ এ বলিউডের তরফে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন।অনুষ্ঠানে উপস্থিত প্রিয়াঙ্কার লুকস নিয়ে এখনও সাধারণ মানুষের মধ্যে আলোচনার শেষ নেই।এরই মাঝে আরেকটি ঘটনা উঠে এলো প্রকাশ্যে।এদিনের অনুষ্ঠানের একটি ছবি হয়েছিল ভাইরাল, সেখানে গোটা জোনাস পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন দীপিকা, আফটার পার্টির অনুষ্ঠানের সেই ছবিতে ম্যাক্সি পরিহিত অবস্থায় ছিলো দিপীকা।বর্তমানে সেই ছবি ঘিরে সাধারণ মানুষের মধ্যে শুধু হয়েছে তুমুল আলোচনা।
মা হতে চলেছেন এই দীপিকা ? এমন প্রশ্ন তৈরি হয়েছে এই ছবিকে ঘিরে কেন্দ্র করে।এরপর মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে সেই ছবি।সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যখন গোটা বিষয়টি নিয়ে আলোচনায় মশগুল দীপিকার ভক্তরা, তখন এবিষয়ে এখনও তেমন কিছু বলতে শোনা যায়নি দীপিকা এবং রনবীরকে।
এই মুহূর্তে দুজনেই ব্যস্ত তাদের পরবর্তী ছবির কাজ নিয়ে।একদিকে রনবীর অভিনয় করছেন কবির খান পরিচালিত ” ৮৩ ” ছবিতে অন্যদিকে দীপিকা কে দেখা যাবে মেঘনা গুলজার পরিচালিত ” ছাপাক ” এ।