আড়াই ঘন্টায় বুড়ো হলেন সলমন খান

 

বাংলা hunt ডেস্ক : আর কয়েক দিনের অপেক্ষা, তারপর প্রেক্ষাগৃহে আসতে চলেছে সলমন অভিনীত এবছরের বহু প্রতিক্ষীত ছবি ” ভারত “, ইতিমধ্যে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে যা ঘিরে ভাইজানের দর্শকদের চড়েছে প্রত‍্যাশার পারদ।ছবিতে উঠে আসবে সলমনের বিভিন্ন বয়সের লুকস, সেখানে যেমন আছে যুবক সলমন, আবার ঠিক তেমন আছে বুড়ো।সলমনের বুড়ো অবতার দেখে অবাক হয়েছিলেন দর্শকে।সম্প্রতি ছবির পরিচালক জানিয়েছেন প্রায় আড়াই ঘন্টা ধরে সলমনের এই লুকস তুলে ধরেছেন মেকআপ আর্টিস্ট রা।

 

এবছর ইদে মুক্তি পেতে চলেছে বলিউড সুপারস্টার সলমন খান অভিনীত ” ভারত” ছবিটি।ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ক‍্যাটরিনা কে। প্রসঙ্গত,এই মুহুর্তে প্রবল ব‍্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে ভাইজানের।ইতিমধ্যে শুরু করেছেন তার ” দাবাং ৩ ” ছবির কাজ।

ef966 img 20190510 wa0028

প্রসঙ্গত,কোরিয়ান ছবি ” ওড টু মাই ফাদার” অবলম্বনে তৈরি হওয়া এই ছবিতে সলমন – ক‍্যাটরিনা ছাড়াও অভিনয় করছেন দীশা পাটানি,জ‍্যাকি শ্রফ প্রমুখ।আগামী ৫ ই জুন মুক্তি পাবে এই ছবি।

সম্পর্কিত খবর