বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে দেশে (India) তীব্র দাবদাহের কারণে জর্জরিত সকলে। এমনকি পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে, একনাগাড়ে চলছে তাপপ্রবাহ। এপ্রিল মাসেই দক্ষিণ ভারতের একাধিক জায়গায় তাপমাত্রা (Temperature) ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। পাশাপাশি, বেশিরভাগ রাজ্যেই বর্তমানে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে রেকর্ড করা হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এপ্রিল মাসের তাপমাত্রা গত ১০০ বছরের রেকর্ড ভেঙেছে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে এপ্রিলে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯০১ সালের পর থেকে সর্বোচ্চ। আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে, ঘূর্ণিঝড়ের পরিমাণ গড়ের নিচে থাকায় পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি ছিল।
এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড ভেঙেছে: এই প্রসঙ্গে IMD প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন যে, এপ্রিল মাসে দক্ষিণ উপদ্বীপীয় ভারতের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যা ১৯০১ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ। এর পাশাপাশি, দক্ষিণ উপদ্বীপীয় ভারতে, ১৯৮০-র দশক থেকে সর্বোচ্চ তাপমাত্রা ক্রমাগত স্বাভাবিকের ওপরে রয়েছে।
ওড়িশায় সবচেয়ে বেশি সময় ধরে তাপপ্রবাহ ছিল: আবহাওয়া দফতর জানিয়েছে যে ২০১৬ সাল থেকে, ওড়িশা গত এপ্রিলে ১৬ দিনের দীর্ঘতম একটানা তাপপ্রবাহের সম্মুখীন হয়েছিল। যা ২০১৬ সালের পর এই ধরণের দীর্ঘতম ঘটনা। এদিকে, এপ্রিল মাসে তাপপ্রবাহের দিনের সংখ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১৬ বছরের সর্বোচ্চ এবং ওড়িশায় ৯ বছরের সর্বোচ্চে পৌঁছেছে।
আরও পড়ুন: T20 বিশ্বকাপে ইন্ডিয়া টিমে জায়গা পেয়েও মিলবে না খেলার সুযোগ! জল বইতে হবে এই ৪ খেলোয়াড়কে
মে মাসে তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে: আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের অংশগুলি ছাড়া দেশের বেশিরভাগ অংশে মে মাসে সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। দক্ষিণ রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, মারাঠওয়াড়া, গুজরাটে মে মাসে অতিরিক্ত পাঁচ থেকে আট দিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: “যতদিন আমি বেঁচে আছি মুসলিমদের…” ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নিয়ে বড় মন্তব্য মোদীর
এই রাজ্যগুলিতে ৪ মে পর্যন্ত তাপপ্রবাহ থাকবে: আবহাওয়া দপ্তরের মতে, উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসিমা, তেলেঙ্গাণা এবং অভ্যন্তরীণ কর্ণাটকে ৪ মে পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে তীব্র গরমের সতর্কতা রয়েছে।