২০৫০ সালের মধ্যে জলের তলায় চলে যাবে ভারতের এই শহরগুলি! কতটা সুরক্ষিত আপনার শহর?

বাংলাহান্ট ডেস্ক : যত দিন যাচ্ছে ততই পরিবর্তন হচ্ছে প্রকৃতির। বদলে যাচ্ছে জলবায়ু। একটা সময় ছিল যখন বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর প্রাদুর্ভাব দেখা দিত। তবে ধীরে ধীরে সেই সব ঋতু যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগের মতো হেমন্ত বা বসন্তকালের মাদকতা গ্রাস করে না আমাদের। তবে ইদানিংকালে ভারতের (India) বিভিন্ন রাজ্যে গরম-বর্ষা ও শীত ছাড়া অন্য ঋতুর খুব একটা দেখা পাওয়া যায় না।

রুক্ষ প্রকৃতি গ্রাস করেছে বসন্তের মাদকতাকে। হেমন্তের সেই অপরূপ সুন্দর প্রকৃতি যেন নিরুদ্দেশ হয়ে গেছে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর উষ্ণতা। গলে যাচ্ছে মরু অঞ্চলের বরফ। তাই বদলে যাচ্ছে ঋতু চক্র। এই অবস্থায় বহু বিজ্ঞানী দাবি করছেন 2050 সালের মধ্যে জলস্তর এতটাই বৃদ্ধি পাবে যে ভারতের বেশ কিছু শহর চলে যেতে পারে জলের নিচে।

আরোও পড়ুন : কেমন হবে আপনার ভবিষ্যৎ? বলে দেবে হাতের আঙুল! দেখুন, আপনার সাথেও মিলছে কীনা

আরএমএসআই-এর মতে, মুম্বই, কোচি, ম্যাঙ্গালোর, চেন্নাই, বিশাখাপত্তনম সহ তিরুবনন্তপুরমের অনেক জায়গা জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে 2050 সালের মধ্যে  ডুবে যেতে পারে। জলের তলায় চলে যেতে পারে মুম্বইয়ের হাজি আলি দরগাহ, জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট, ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, বান্দ্রা-ওরলি সি লিঙ্ক।

FLOOD 750x430

মুম্বাইয়ের প্রায় 998টি ভবন এবং 24 কিলোমিটার দীর্ঘ রাস্তা ডুবে যেতে পারে জলস্তর বৃদ্ধির কারণে। জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে চেন্নাইয়ের 55টি ভবন এবং কোচির 464টি বিল্ডিং।তিরুবনন্তপুরমে 387টি বিল্ডিং, বিশাখাপত্তনমে প্রায় 206টি বাড়ি এবং 9 কিলোমিটার রাস্তাও চলে যেতে পারে জলের তলায়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর