বাংলাহান্ট ডেস্ক : শত্রু দেশের মোকাবিলা করতে এবার আরো এক কদম এগিয়ে গেল ভারতীয় নৌসেনা। এক নতুন মারণাস্ত্র এল নৌসেনার অস্ত্র ভাণ্ডারে। ভারত (India) সফলভাবে উৎক্ষেপণ করল সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ টর্পেডো (SMART)-এর। এক নিমেষে শত্রুপক্ষের ডুবোজাহাজকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে ‘SMART।’
ওড়িশার (Odisha) বালাসোরে ডঃ এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে ডিআরডিও (DRDO) বুধবার সকাল সাড়ে ৮ টায় সফলভাবে উৎক্ষেপণ করেছে এই মারণাস্ত্র। এই মিসাইলটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে। ডিআরডিও অত্যাধুনিক এই মিসাইলের নকশা করেছে। এই টর্পেডো মিসাইলটি অপেক্ষাকৃত বেশ হালকা।
আরোও পড়ুন : ২০৫০ সালের মধ্যে জলের তলায় চলে যাবে ভারতের এই শহরগুলি! কতটা সুরক্ষিত আপনার শহর?
তবে শত্রুপক্ষের ডুবোজাহাজ ধ্বংস করতে এর জুরি মেলা ভার হবে। এই মিসাইলটি উৎক্ষেপণ করা হয় গ্রাউন্ড মোবাইল লঞ্চারের সাহায্যে। প্যারাশুট বেসড রিলিজ সিস্টেম ও নেভিগেশন প্রযুক্তি রয়েছে এতে। এর সাহায্যে সেনাবাহিনী শত্রুপক্ষকে নির্ভুলভাবে আক্রমণ করতে সক্ষম হবে। বিশেষজ্ঞদের ধারণা, দেশের নৌবাহিনীকে আরো এক কদম এগিয়ে নিয়ে যেতে এই উৎক্ষেপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরোও পড়ুন : রাত ১০.৪৫ বাজলেই লোডশেডিং! বিদ্যুৎ বিভ্রাট নিয়ে জেরবার শহর, CESC’র তরফে যা বলা হল…
এই মিসাইলের সফলভাবে উৎক্ষেপনের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও-এর পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সবাইকে। এক্স হ্যান্ডেল রাজনাথ সিং লিখেছেন, ‘অত্যাধুনিক মিসাইল আমাদের নৌবাহিনীর শক্তিকে আরও বাড়িয়ে তুলবে।’ সাম্প্রতিককালে বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বৃদ্ধি করতে মরিয়া হয়ে উঠেছে চিন।
ভারতের কাছে চিনের এই আগ্রাসন নিঃসন্দেহে চিন্তার বিষয়। আন্তর্জাতিক জলসীমায় চীনের আধিপত্য নিয়ে অনেক উপলকুলবর্তী দেশ বহুবার সরব হয়েছে। অন্যদিকে, আরব সাগরে জলদস্যুদের প্রভাব বৃদ্ধি পেয়েছে ইজরায়েল ও প্যালেস্টাইন যুদ্ধর ফলে। সব নিয়ে এমন অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ভারতীয় নৌসেনা পেল এই ধরনের আধুনিক মারণাস্ত্র।