রেডি রাখুন ছাতা! বিকেলেই ঝমঝমিয়ে বৃষ্টি একাধিক জেলায়, হতে পারে ঝড়ও: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: আজও জ্বলছে দক্ষিণবঙ্গ (South Bengal)। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। সব জেলাতেই তাপমাত্রা ৪০ এর ওপরে। যদিও শীঘ্রই এই দহন জ্বালা থেকে মুক্তি মিলবে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর এই মধ্যে বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস (Weather Office)।

বুধবার সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। গতকাল রাতে সুন্দরবনেও ঝড়-বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে এক নাগাড়ে ভিজতে পারে (South Bengal) দক্ষিণবঙ্গের একাধিক জেলা। যার জেরে বেশ খানিকটা তাপমাত্রা কমবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কবে কোথায় বৃষ্টি? শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গাা। এরপর ৫ মে রবিবার বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। সোমবার বাড়বে বৃষ্টি। এদিন ভিজতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।

সোমবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ৮ মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও রয়েছে। ঝড় বৃষ্টির জেরে শনিবার থেকেই তাপপ্রবাহের তীব্রতা কমবে গোটা দক্ষিণবঙ্গে। ওদিকে আজ বিকেলের পরও একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

weather5

আরও পড়ুন: পার্থ বা তার নাম করে টাকা তোলা হচ্ছে দল জানত, ২০২১ সালে তাই ওকে আর শিক্ষামন্ত্রী করা হয়নি: কুণাল

আজ বিকেলের পর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৭ মে পর্যন্ত উত্তরবঙ্গের – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবারের পর থেকে বৃষ্টির পাশাপাশি ৫০ কিমি বেগে ঝড়ও হতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর