বাংলাহান্ট ডেস্ক: তখন ঘড়িতে বাজে সকাল ৯টা। আর পাঁচটা দিনের মতোই প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে পশ্চিম বর্ধমানের (West Burdwan) মানুষজন। তার মাঝেই বৃহস্পতিবার দিন ঘটে গেল এক চমকে দেওয়ার মতো ঘটনা। জামুরিয়ার আকাশ থেকে হঠাৎ করেই নেমে এলো এক উড়ন্ত গোলাকার চাকতি আর তারপরেই স্যাট করে মাটি ফুঁড়ে ঢুকে গেল পাতালে। এই ঘটনায় অবশ্য হতবাক সকলেই।
বলা বাহুল্য, কোনও কিছু বুঝে ওঠার আগেই বস্তুটি একটি বাড়ির ছাদ ফুটো করে মেঝেতে ঢুকে যায়। সূত্রের খবর, আকাশ থেকে নেমে আসা এই বিস্ময়কর চাকতিকে নিয়ে যখন চর্চা চলছে গোটা এলাকায় ঠিক তখনই জানা যায় যে, কোথাও খোলা মাঠে তৈরি হয়েছে গভীর গর্ত, কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি বাড়ি। কিন্তু কি ছিল বস্তুটি তা নিয়ে জল্পনা শুরু হয়!
আরোও পড়ুন : জাস্ট অন করুন AC’র এই মোড! তারপরেই হবে বাজিমাত, একধাক্কায় নেমে যাবে বিলের খরচ
স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব রজক বলেন, ‘৮.৫০ থেকে ৮.৫৫ নাগাদ একটি হেলিকপ্টারের মতো আওয়াজ পাই। এরপর হঠাৎই দেখি মাটি কাঁপতে শুরু করে। এই বাড়ির সামনে যখন আসি তখন দেখি ধোঁয়ায় ভরে গিয়েছে চারিদিক। এসে দেখি দোতলা বাড়ির অংশ ভাঙা, পাশের একটি টালির ঘর ভাঙা, উঠোনে তিনফুটের গর্ত হয়ে গিয়েছে।”
পাশাপাশি তার আরোও সংযোজন, “এই বাড়ির মেয়ে এই ঘটনায় আহত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি। শুধু এই এলাকা নয় একাধিক এলাকায় এমন ঘটনা ঘটেছে। এটা কী ঘটল সেটাই আমরা কেউ বুঝতে পারছি না। আমাদের গ্রামে চারটে বাড়ি এফেক্টেড। পুলিশ সূত্রে দাবী পার্শ্ববর্তী এলাকার একটি বেসরকারি সংস্থার একটি যন্ত্রের চাকা (Wheel) ঘুরতে থাকা অবস্থায় কোনভাবে খুলে যায়। সেগুলোই এলাকার বিভিন্ন জায়গায় আছড়ে পড়ে ।