ভোটের আবহে সরকারি দফতরে গুলিবর্ষণ! চাঞ্চল্যকর ঘটনা হাওড়ায়

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের মাঝেই সরকারি দফতরে (Government Office) গুলিবর্ষণ। ঘটনাটি ঘটেছে হাওড়ায় (Howrah)। অভিযোগ, অফিসের মধ্যে ঢুকে পড়ে একদল দুষ্কৃতি। এরপর শুরু হয় গুলি চালানো (Howrah Shootout)। জানা যাচ্ছে, এই ঘটনায় আহত হয়েছেন একজন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

তদন্তকারীদের সূত্রে খবর, হাওড়ার বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের (Panchayat Office) ভেতর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। জানা যাচ্ছে, এদিন দুপুরে মুখ বেঁধে ৩-৪ জন দুষ্কৃতি পঞ্চায়েত অফিসে আসে। এরপর আচমকাই শুরু হয় গুলি চালানো। এই ঘটনায় আহত হয়েছেন একজন।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি, ৪-৫ রাউন্ড গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে চলে যায় দুষ্কৃতিরা। দিনেদুপুরে সরকারি দফতরে এহেন ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সরকারি কর্মীরাও ভয়ে কাঁটা হয়ে রয়েছেন বলে খবর। পঞ্চায়েত অফিসে ঢুকে আচমকা কেন গুলি চালানো হল তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ প্রকাশ্যে ‘হিন্দু বিরোধী’ মন্তব্য TMC-র হুমায়ুন কবীরের! ভিডিও শেয়ার করে তোপ অমিত মালব্যর

এদিকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হাওয়ার বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে। পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন একজন সদস্যের ঝামেলার কারণেই গুলি বর্ষণের এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। এদিন গুলি চালানোর ঘটনার সময়ও পঞ্চায়েত প্রধান অফিসে উপস্থিত ছিলেন বলে খবর।

Howrah shootout in Panchayat office

প্রত্যক্ষদর্শীদের কথায়, দুষ্কৃতিরা গুলি চালাতেই নিজের প্রাণ বাঁচানোর জন্য একটি টেবিলের নীচে লুকিয়ে পড়েন পঞ্চায়েত প্রধান। এদিকে ভোটের আবহে এমন দিনেদুপুরে অফিসের ভেতর দুষ্কৃতিরা ঢুকে গুলি চালানোর কর্মীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েন। একদিকে দেশজুড়ে যখন লোকসভা নির্বাচন চলছে, তখন রাজ্যের একটি সরকারি দফতরে গুলি চালানোর ঘটনা! এর ফলে সরকারি কর্মচারীর সুরক্ষার বিষয়টি প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর