বাংলাহান্ট ডেস্ক : আজ প্রকাশিত হয়েছে ২০২৪ সালের মাধ্যমিকের (Madhyamik Pariksha) ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় এ বছরের মাধ্যমিকের ফলাফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী বসেছিলেন মাধ্যমিক পরীক্ষায়। তাদের মধ্যে কৃতকার্য হয়েছেন মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী।
এবছর মোট ৫৭ জন জায়গা করে নিয়েছেন প্রথম দশে। কৃতি পরীক্ষার্থীরা ভুরিভুরি নম্বর পাবেন সে নতুন কিছু নয়। তবে মাধ্যমিকে উত্তীর্ণ হতে গেলে কত নম্বর লাগে জানেন? মাধ্যমিক পরীক্ষা হয় মোট ৭০০ নম্বরের। নিয়ম অনুযায়ী ন্যূনতম ২৫ শতাংশ নম্বর পেতেই হবে মাধ্যমিকে উত্তীর্ণ হতে গেলে। অর্থাৎ ৭০০-র মধ্যে একজন পরীক্ষার্থীকে ন্যূনতম ১৭৫ নম্বর পেতে হবে উত্তীর্ণ হওয়ার জন্য।
আরোও পড়ুন : হেলায় ত্যাগ করলেন IAS চাকরি! তারপরেই সন্ন্যাস গ্রহণ, সুনীলের বর্ণময় জীবন অবাক করে দেবে
কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন ২০২৪ এর মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেছেন। ৭০০র মধ্যে তিনি পেয়েছেন ৬৯৩। পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু রয়েছেন মেধা তালিকার দ্বিতীয় স্থানে। তার প্রাপ্ত নম্বর ৬৯২। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পাল যুগ্মভাবে তৃতীয় হয়েছেন।
এদের মোট প্রাপ্ত নম্বর ৬৯১। মধ্যশিক্ষা পর্ষদ আজ ফল প্রকাশের সাথে সাথে আগামী বছর মাধ্যমিক শুরুর সময়কাল সম্পর্কেও ঘোষণা করেছে। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে খুব শীঘ্রই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।