বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরে প্রচন্ড রোদে গরমে পুড়ছে বাংলা। ভীষণ গরম আবহাওয়া (Weather)। বৈশাখের শুরুতেই যেনো পরিস্থিতি আরও অসহনীয় ওই ওঠে। এরই মাঝে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। তিলোত্তমার তাপমাত্রাও নামলো অবশেষে ৪০ ডিগ্রির নীচে। তীব্র গরমের থেকে মিলবে মুক্তি। আজ সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা।
মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি, বুধবার ৪২ ডিগ্রি। আর আজ ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার তাপমাত্রা। অবশেষে ৪০ ডিগ্রির নীচে নামলো। বিগত ৫ দিনের অনুপাতে রাজ্যের জেলায় জেলায় তাপমাত্রা আজ কিছুটা নিম্নগামী বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত।
আরোও পড়ুন : ইলিশপ্রেমীদের জন্য সুখবর! এবার পাড়ার পুকুরেই উঠবে রূপালী শস্য, জানুন বিস্তারিত
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ৪ মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুরে ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। ৫ মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃষ্টির জারি থাকবে উত্তরের পার্বত্য এলাকায়। আজও তাপপ্রবাহ চলেছে মালদা ও দুই দিনাজপুর জেলায়। রাজ্যের প্রত্যেকটা জেলায় বৃষ্টিসহ ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ৬ মে। তার পাশাপাশি কমতে চলেছে পশ্চিমা বাতাসের দাপট। আগামী ৭ই মে দক্ষিণ বঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।