হেলায় হারালেন প্রতিকূলতাকে! জলপাইগুড়ি থেকে মাধ্যমিকে সফল ৪ মূক-বধির পরীক্ষার্থী

বাংলাহান্ট ডেস্ক : জীবনে রয়েছে হাজার হাজার প্রতিকূলতা। সেই প্রতিকূলতা জয় করে মাধ্যমিকে সফল হলেন জলপাইগুড়ির (Jalpaiguri) একাধিক মূক ও বধির পরীক্ষার্থী। চারজন বিশেষভাবে সক্ষম মাধ্যমিক পরীক্ষার্থী এ বছর সসম্মানে উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায়। জীবনের প্রথম বড় পরীক্ষায় জলপাইগুড়ির এই পরীক্ষার্থীদের সাফল্য শিক্ষার আকাশে আনল এক নতুন দিশা।

গতকাল মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। তার সাথে প্রকাশিত হয় মেধাতালিকা। সেই মেধাতালিকায় প্রথম দশে জলপাইগুড়ির কোনও পরীক্ষার্থী জায়গা পাননি এ বছর। তবে খানিক পরেই জানা যায় জলপাইগুড়ির বিশেষভাবে সক্ষম চার পরীক্ষার্থী সফল হয়েছেন পরীক্ষায়। বিদ্যা সরকার, রিক সরকার, সায়ন্তনী রায় ও পায়েল রায় জন্ম থেকেই মূক ও বধির।

আরোও পড়ুন : রাত ৮টায় বন্ধ করতে হবে দোকান, মল! বিদ্যুৎ বাঁচাতে কড়া নির্দেশিকা জারি পুরসভার

তবে এই প্রতিকূলতাকে হারিয়ে এরা সসম্মানে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক পরীক্ষায়। বিশেষভাবে সক্ষম এই ৪ পরীক্ষার্থীর মাধ্যমিকে নম্বর যথাক্রমে ১৯০, ২২৭, ১৮৪, ২২৮। নম্বর কম এলেও জলপাইগুড়িবাসী কিন্তু এখন রীতিমতো গর্বিত এই ৪ মাধ্যমিক পরীক্ষার্থীকে নিয়ে। জীবনের প্রতিটা মুহূর্তে বাধা পেয়ে এরা থেমে থাকেনি, এগিয়ে গেছে নিজের স্বপ্ন পূরণে।

আরোও পড়ুন : মাত্র পাঁচ মিনিটের ঝড়েই তোলপাড় মথুরাপুরে! প্রচন্ড দাবদাহের মধ্যেই সর্বস্বান্ত শতাধিক পরিবার

জলপাইগুড়ির ইন্দিরা কলোনীর বাসিন্দা রিক সরকারের বাড়িতে এখন উৎসবের আমেজ। নেতাজী পাড়া পরেশমিত্র কলোনীর বাসিন্দা বিদ্যা সরকারের পরিবারের লোকও খুশি বিদ্যার এই সাফল্যে। বিদ্যার ইচ্ছা আগামী দিনে পুলিশ হওয়া। বিদ্যার এই সাফল্যে খুশি পরেশমিত্র কলোনীর বাসিন্দারা। এই চার বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা এখন গর্বের কারণ জলপাইগুড়িরবাসীর কাছে।

west bengal madhyamik exams 167706765916x9

যেভাবে এই ৪ পড়ুয়া শত বাধা-বিঘ্নকে কাটিয়ে এগিয়ে চলেছে নিজদের লক্ষ্যে, সেটি এখন অনেকের কাছেই অনুপ্রেরণার। জলপাইগুড়ির মানুষজন বলছেন, বিদ্যা সরকার, রিক সরকার, সায়ন্তনী রায় ও পায়েল রায়দের দেখে অনুপ্রাণিত হবেন আরো বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা। তাদের দ্বারাও যে সফলতা সম্ভব তা আবার প্রমাণিত হয়ে গেল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর