এই সুদের টাকা ফেরত দিতে হবে ব্যাঙ্কগুলিকে! RBI’র নয়া নির্দেশিকায় কপাল খুলছে গ্রাহকদের

বাংলাহান্ট ডেস্ক : ঋণের আবেদন গ্রহণ করার পর তা অনুমোদন দেওয়া এবং সেই টাকা ঋণগ্রহীতার অ্যাকাউন্টে পাঠানোর মধ্যে থেকে যায় বেশ কিছুদিনের ফারাক। এমন পরিস্থিতিতে ঋণ মঞ্জুর হওয়ার দিন থেকেই বেশ কিছু আর্থিক সংস্থা সুদ যুক্ত করতে শুরু করে ঋণের পরিমাণের উপর।

রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) পক্ষ থেকে এবার জানিয়ে দেওয়া হল এইভাবে আর অনৈতিক উপায়ে সুদ নেওয়া যাবে না গ্রাহকের থেকে। এমনকি এই পদ্ধতিতে এতদিন পর্যন্ত যে সংস্থাগুলি গ্রাহকদের থেকে সুদ নিয়েছে, সেই টাকা ফেরত দিতে হবে। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে ব্যাঙ্ক ও নন ব্যাঙ্কিং ফিন্যান্স কর্পোরেশনগুলিকে।

আরোও পড়ুন : রাত ৮টায় বন্ধ করতে হবে দোকান, মল! বিদ্যুৎ বাঁচাতে কড়া নির্দেশিকা জারি পুরসভার

এই চিঠিতে অনৈতিকভাবে সুদ নেওয়ার বিষয়টিতে সাবধান করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলিকে। প্রসঙ্গত, এই ধরনের সমস্যার সম্মুখীন বেশ কিছুদিন ধরেই হচ্ছিলেন গ্রাহকরা। এই ব্যাপারটি সামনে আসতে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করল সমস্ত আর্থিক ঋণ প্রদানকারী সংস্থাকে।

আরোও পড়ুন : ফুলকির পাঞ্চে সিংহাসনচ্যুত নিম ফুল! হেরে গেল জগদ্ধাত্রী? বিরাট রদবদল TRP তালিকায়

এই আবহে রিজার্ভ ব্যাংক সার্কুলার জারি করেছে বাণিজ্যিক ব্যাঙ্ক, ছোট আর্থিক ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক, এনবিএফসি সহ সমবায় ব্যাঙ্কগুলির উদ্দেশ্যে। রিজার্ভ ব্যাংকের পর্যবেক্ষণ, অনেক সংস্থা ঋণ বিতরণের তারিখের পরিবর্তে গ্রাহকদের থেকে সুদ নিতে শুরু করছে ঋণ অনুমোদনের তারিখ বা ঋণ চুক্তির তারিখ থেকে।

RBI gave happy news at the end of the year

আবার চেকের মাধ্যমে ঋণ দেওয়া হলে অনৈতিকভাবে সুদ নেওয়া হচ্ছে। এছাড়াও তদন্তে দেখা গেছে অনেক আর্থিক সংস্থা ঋণের বকেয়া সময়ের পরিবর্তে সুদ চার্জ করছে গোটা মাসের জন্য। এই ধরনের অনৈতিক নিয়মও পরিবর্তন করতে বলেছে রিজার্ভ ব্যাংক।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর