বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে লোকসভা নির্বাচনের আবহে যেখানে রাজনীতির ময়দান উত্তপ্ত হয়ে রয়েছে সেখানে তিনি যেন এক ব্যতিক্রমী চরিত্র। শুধু তাই নয়, আক্রমণ-পাল্টা আক্রমণের পথে না হেঁটেই তিনি তাঁর স্বভাবসিদ্ধ সৌজন্যমূলক প্রচারের রাস্তাকেই বেছে নিয়েছেন। এতক্ষণে হয়ত বুঝতেই পারছেন যে আমরা কার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন আমরা টলিউডের সুপারস্টার তথা লোকসভা নির্বাচনে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের (Dev) প্রসঙ্গই উপস্থাপিত করছি। যিনি প্রচারের ময়দানে নেমে ইতিমধ্যেই তৈরি করেছেন সৌজন্যের নতুন নতুন নজির। সেই রেশ বজায় রেখেই এবার খানিকটা বিদ্রুপ এবং মশকরাকে সঙ্গী করেই ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে (Hiranmoy Chatterjee) “খাঁটি সোনা” বলে অভিহিত করলেন দেব।
শুধু তাই নয়, প্রতিপক্ষ হিরণকে তিনি দশের মধ্যে দিলেন একশো। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন টলিউডের এই তারকা। সেখানেই তিনি তাঁর প্রতিপক্ষ সম্পর্কে বিভিন্ন প্রতিক্রিয়া জানান। যেগুলি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমতাবস্থায়, হিরণকে “২৪ ক্যারাটের খাঁটি সোনা”-র সাথে তুলনা করার পাশাপাশি দেব এটাও জানিয়েছেন যে হিরণ একজন খাঁটি রাজনীতিকও। তবে, হিরণের প্রশংসা করলেও দেব স্পষ্টভাবে জানান, নির্বাচনের আবহে হিরণ যে আচরণ করছেন সেটা তিনি কখনোই করবেন না। আর এই কারনেই তিনি বেশি ভোট পাবেন।
দেব জানিয়েছেন, “বর্তমানে মানুষ কথা শোনার রাজনীতিক খুঁজছেন। আমি এটাই চাইবো যে, গত বার যাঁরা আমায় ভোট দেননি, আমি তাঁদের মন জয় করব। তাঁদের কথাও আমি শুনতে চাই। কেউ যেন এটা না বলতে পারেন যে, আমি কারোর কথা শুনিনি।’’ এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসনগুলির মধ্যে লাইমলাইটে রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্র। কারণ এইখানে টলিউডের দুই তারকার লড়াই চলছে। মার্চ মাসের গোড়াতেই বিজেপি জানিয়ে দেয় যে, ঘাটাল লোকসভায় তাদের তরফে প্রার্থী করা হচ্ছে হিরণকে।
আরও পড়ুন: T20 বিশ্বকাপের আগেই ঘটল অঘটন! ICC-র বার্ষিক আপডেটে পুড়ল কপাল, মন খারাপ রোহিত বাহিনীর
আর তারপর থেকেই ভোটের ময়দানে দেবকে একাধিকবার আক্রমণ করেন হিরণ। পাশাপাশি তিনি এটা অভিযোগ করেন যে, ১০ বছর ধরে সাংসদ থাকলেও তিনি সংসদে না গিয়ে কেবল শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন দেব। এছাড়াও, গরু পাচার এবং ৩০ শতাংশ কাটমানি নেওয়ার অভিযোগেও দেবকে বিদ্ধ করেন হিরণ। যদিও, হিরণের তরফে বিভিন্ন অভিযোগ তোলা হলেও দেব সেগুলির প্রতিক্রিয়া দিতে গিয়ে কখনোই মাথা গরম করেননি। বরং কখনও দু’মিনিট টানা হেসে আবার কখনও মজার ছলে উত্তর দিতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন: পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে মৃত সিনিয়র সাংবাদিক! ১০ বছরে হত্যা করা হয়েছে ৫৩ জনকে
অর্থাৎ সামগ্রিকভাবে এখনও পর্যন্ত বিরোধীদের উদ্দেশ্যে কোনরকম বিদ্বেষমূলক মন্তব্য করেননি দেব। বরং, তাঁর সৌজন্যতার নজির বারংবার উঠে এসেছে খবরের শিরোনামে। শুধু তাই নয়, বর্তমানে যখন শাসকদলের তরফে সুকান্ত মজুমদার থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীদের একের পর এক আক্রমণ করতে দেখা যাচ্ছে সেখানে দেবের এহেন আচরণ সত্যিই ব্যতিক্রমী। এমতাবস্থায়, তিনি হিরণকে “খাঁটি সোনা”-র সাথে তুলনা করে ফের একবার উঠে এলেন খবরের শিরোনামে।