বাংলা হান্ট ডেস্ক: সেই এপ্রিলের মাঝ থেকে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গে (South Bengal) শরীরে ফোস্কা পড়ার মতো গরম। তবে আর নয়, শনিবার থেকেই আবহাওয়ার বদল আসবে। আজ থেকে কমবে তাপমাত্রা। রীতিমতো উধাও হবে তাপপ্রবাহ। সাথেই স্বস্তি জাগিয়ে শুরু ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে খবর, রবিবারের পর থেকে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোথাও। শনিবার বিকেলের পর কালবৈশাখী ঝড়ও উঠবে জেলায় জেলায়।
ধীরে ধীরে ফিরবে স্বস্তি। বৃহস্পতিবার থেকে গোটা দক্ষিণবঙ্গেই কমেছে তাপমাত্রা। খানিক কমেছে দহন জ্বালা। আজ তাপপ্রবাহের হলুদ সতর্কতা থাকছে শুধুমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর ও দুই বর্ধমানে। রবিরার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এদিন বৈশাখের প্রথম কালবৈশাখীর সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয়বাষ্প ঢুকছে আর এর পতন তাপমাত্রায়। সোমবার ৬ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে। এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস।
৮ মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও রয়েছে। হাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। সেই কারণে আগামী সোম ও মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: T20 বিশ্বকাপের আগেই ঘটল অঘটন! ICC-র বার্ষিক আপডেটে পুড়ল কপাল, মন খারাপ রোহিত বাহিনীর
আজ উত্তরবঙ্গের ৫ জেলা, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৭ মে পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে।