বাংলা হান্ট ডেস্ক: কমেছে তাপমাত্রা। হাওয়াও দিচ্ছে রাত থেকেই। গায়ে ফোস্কা পড়া তাপপ্রবাহের পালা কাটিয়ে এবার বৃষ্টিতে ভিজতে চলছে দক্ষিণবঙ্গ (South Bengal)। বৃষ্টি হবে গোটা রাজ্য জুড়েই। এমনটাই পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। ভারতীয় মৌসম ভবনের (IMD) তরফে জানানো হয়েছে বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আগত প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণে আজ থেকেই বৃষ্টি শুরু হবে রাজ্যে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রবিবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হবে।
আজ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। সোমবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কখনও ঘণ্টায় ৩০ থেকে ৪০, কখনও ঘণ্টায় ৫০ থেকে ৬০ বেগে দমকা হাওয়া বয়ে যাবে।
সোমবার কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামী ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঘূর্ণিঝড়ের আপাতত কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন: যোগ্য চাকরিহারাদের জন্য বিরাট সুখবর! শুরু পদক্ষেপ…খুশিতে শিক্ষক-শিক্ষিকারা
দক্ষিণবঙ্গের পাশাপাশি শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে।