বাংলা হান্ট ডেস্কঃ ফের উদ্ধার টাকার পাহাড়। বিগত কিছু সময়ে ইডির (Enforcement Directorates) অভিযানে টাকা উদ্ধারের ঘটনা বারংবার সামনে এসেছে। এবার ফের একবার সেই একই দৃশ্য দেখল দেশবাসী। আগামীকাল তৃতীয় দফায় ভোটগ্রহণ। তার আগেই ঝাড়খণ্ডের (Jharkhand) এক মন্ত্রীর সচিবের পরিচারকের বাড়িতে অভিযান চালিয়ে ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
পরিচারকের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়। যা দেখে রীতিমতো চোখ ছানাবড়া। এদিন সকাল থেকে রাঁচীর নানা জায়গায় অভিযানে নামে ইডি। অভিযান চালানো হয় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী আলমগির আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতেও। আর সেখান থেকেই উদ্ধার হয়েছে নগদ ২০ কোটি টাকা।
ইডির দাবি, গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের আর্থিক তছরুপ মামলার সঙ্গে এর যোগ রয়েছে। এই মামলাতেই নাম জড়িয়েছিল সঞ্জীবের নাম জড়িয়েছিল। সেই সূত্র ধরেই এদিন অভিযান চালায় ইডি। তাতেই মিলল কাড়ি কাড়ি টাকা। রাঁচীর একাধিক জায়গায় গতকাল থেকে তল্লাশি অভিযান চালায় ইডি। রবিবার কিছু না মিললেও সোমবার হদিস টাকার পাহাড়ের।
ইডি সূত্রে খবর, নানা প্রকল্পের মাধ্যমে আর্থিক দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ইঞ্জিনিয়ার বীরেন্দ্রকে গ্রেফতার করেছিল ইডি। এর সাথেই মন্ত্রীর ব্যক্তিগত সচিব সঞ্জীবও জড়িত বলে দাবি ইডির। আগেই তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে নগদ টাকা-সহ একটি পেন ড্রাইভও উদ্ধার করেন আধিকারিকরা। আর এবার ভোটের মাঝে পরিচারকের বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা।
আরও পড়ুন: ‘CBI আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাক…’, হঠাৎ কেন এমন বললেন অভিষেক? তোলপাড় রাজ্যে
সোমবার সকালের ঝাড়খণ্ডের এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ২০২২ সালের জুলাই মাসের ঘটনা। সেই সময় নিয়োগ দুর্নীতির সূত্র ধরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ৫০ কোটি টাকা। ইডি অভিযানেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল পার্থ ঘনিষ্ঠর বাড়ি থেকে।