সভায় উপস্থিত শিশুদের ‘লাওয়ারিশ’ তকমা? ফের বেফাঁস মহুয়া, তোলপাড় রাজ্য রাজনীতি!

বাংলা হান্ট ডেস্কঃ হাঁসফাঁস গরমের মাঝেই রাজ্যজুড়ে চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। প্রখর রোদ মাথায় নিয়েই প্রচার করছেন প্রার্থীরা। সেই সঙ্গেই মাথায় রয়েছে ভোটের লড়াইয়ের একটা চিন্তা। সব মিলিয়ে, প্রচুর চাপে রয়েছে সকলে। এসবের মাঝেই অনেকে আবার প্রকাশ্যে বেফাঁস মন্তব্য করে শিরোনামে উঠে আসছেন। সম্প্রতি যেমন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের (Mahua Moitra) একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

রবিবার নদিয়ার কালীগঞ্জে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়ার সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছিল। তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সভামঞ্চে উপস্থিত হওয়ার আগে মহুয়াকে মাইক হাতে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। তখনই গেটের সামনে দাঁড়িয়ে থাকা বেশ কিছু শিশুকে নিয়ে আপত্তিকর একটি মন্তব্য করে বসেন তিনি।

সভামঞ্চে দাঁড়িয়ে মহুয়া বলেন, ‘গেট থেকে সরাও, বারবার বলছি। লাওয়ারিশ বাচ্চাগুলি কয়েকজন এখানে রয়েছে, সরাও। বাইরে রাখো’। তৃণমূল নেত্রীর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। এমনিতেই তাঁকে নিয়ে বিতর্কের কমতি ছিল না। শিশুদের নিয়ে করা এই মন্তব্য সেই বিতর্কের আগুনে যেন ঘি ঢেলেছে।

আরও পড়ুনঃ সন্দেশখালির ঘটনা BJP-র সাজানো? ‘স্টিং অপারেশনে’র ভিডিও নিয়ে মুখ খুললেন রেখা, বললেন…

বিজেপি নেতা রাহুল সিনহা এই প্রসঙ্গে বলেন, ‘আমি এটায় অবাক হয়নি। কারণ যিনি দেশের খবর বিক্রি করে বিদেশ থেকে টাকা উপার্জন করেন, এমন দেশদ্রোহী যিনি হবেন, তিনি দেশের শিশুদের সম্বন্ধে এই ধারণাই পোষণ করবেন। তাই আমি মনে করি যেমন তাঁর মুখ দিয়ে তেমনই ভাষা বেরোচ্ছে’।

মহুয়ার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীও। প্রবীণ রাজনীতিক বলেন, ‘কল্পনার অতীত! রাজনীতি মানে হল মূল্যবোধ, শিষ্টাচার, আদর্শ, নীতি। কোনও নীতি, নৈতিকতা, মূল্যবোধের ব্যাপার নেই। তৃণমূল যেমন, তার ভাষা তেমন! কী ভাষা এসব?’।

Mahua Moitra TMC candidate

অন্যদিকে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনও বলেন, শব্দ চয়ন করার আগে আরও একটু সতর্ক হওয়া উচিত। তাঁর কথায়, ‘কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বলা হয়েছে সেটা অবশ্যই জানা দরকার। তবে হ্যাঁ, এটা নিশ্চিত যে কোনও সচেতন মানুষের শব্দ চয়নের আগে আরও একটু সতর্ক হওয়া দরকার’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর