‘পাকিস্তান চুড়ি পরে বসে নেই, ওদের কাছে …’PoK নিয়ে রাজনাথকে কড়া হুঁশিয়ারি ফারুকের

বাংলা হান্ট ডেস্ক: কিছুকাল আগের কথা, পাকিস্তান (Pakistan) অধিকৃত কাশ্মীর বা PoK নিয়ে বড় দাবী করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে বলেন, ভারত কখনোই পাক অধিকৃত কাশ্মীরের ওপর থেকে নিজেদের দাবি ছাড়বে না। তিনি আরো বলেন PoK ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার। এবং ভারতের এই অংশের ফিরে আসা কেবল সময়ের অপেক্ষা।

তবে রাজনাথ সিং স্পষ্ট করে দেন যে, PoK নেওয়ার জন্য ভারতকে শক্তি প্রয়োগ করার প্রয়োজন পড়বেনা। এরপর বেশ কিছুকাল কেটে গিয়েছে, ঝিলম নদী দিয়ে অনেকখানি জল বয়ে গিয়েছে। হঠাতই বিতর্কিত মন্তব্য করা শুরু করেন ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা ফারুক আবদুল্লাহ (Farooq Abdullah)। রাজনাথ সিংয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খোলেন আবদুল্লাহ।

ফারুক আবদুল্লাহ বলেন, আমাদের ভুলে যাওয়া উচিৎ নয় যে, পাকিস্তানের কাছেও পারমাণবিক বোমা রয়েছে, তারা চুড়ি পরে নেই। শুধু এই নয়, তার সাথে কাশ্মীর থেকে ৩৭০ এবং ৩৫(এ) ধারা তুলে নেওয়ারও তীব্র বিরোধীতা শুরু করেছেন তিনি। ফারুক আবদুল্লাহ PoK দখল সম্পর্কে বলেন, প্রতিরক্ষামন্ত্রী যদি বলছেন তাহলে তারা এগিয়ে যান। আমরা কে তাকে থামাবার, কিন্তু মনে রাখতে হবে তারাও (এক্ষেত্রে পাকিস্তান) চুড়ি পরে নেই।

আবদুল্লাহর কথানুযায়ী, পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা রয়েছে এবং দুর্ভাগ্যবশত সেই বোমা আমাদের ওপরেই পড়বে। তিনি আরো বলেন, মূল সমস্যা হলো দুই দেশের মধ্যেকার উত্তেজনা। তাই আবদুল্লাহর মতে একে অপরের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করা উচিৎ। এরইসাথে কথা ওঠে কবে হবে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন।

জম্মু এবং কাশ্মীরের বিধানসভা নির্বাচনকে ঘিরে ফারুক আবদুল্লাহ ভবিষ্যদ্বাণী করেন। তিনি বলেন, অমরনাথ যাত্রার পর কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের আয়োজন করা হতে পারে। তবে ৩৭০ ধারা বাতিল করে যে লাভ হয়নি সেকথাও বলেন তিনি। কারণ, রাজ্যে এখনো সন্ত্রাস অব্যাহত রয়েছে। তবে রাজনাথ সিং PoK নেওয়ার কথা বলায় আবদুল্লাহ মোদি সরকারকে পুনরায় চ্যালেঞ্জ করে বসেন। উল্লেখ্য, এর আগে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে, নরেন্দ্র মোদি ক্ষমতায় এলেও কোনোদিনই ৩৭০ ধারা তুলতে পারবেন না।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর