কলকাতায় কলেজ ছাত্রের বাড়ি থেকে উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার! যা যা পাওয়া গেল…মাথায় হাত পুলিশের

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) চলছে। ইতিমধ্যেই রাজ্যের ৬টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রথম দুই দফায় মোটের ওপর সুষ্টুভাবে ভোট হয়েছে। ৭ মে তথা মঙ্গলবার রয়েছে তৃতীয় দফার নির্বাচন। আর তার আগে শহর কলকাতায় (Kolkata) এক কলেজ ছাত্রের বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির মশলা।

রাত পোহালেই রাজ্যে তৃতীয় দফার ভোট। মুর্শিদাবাদ, বহরমপুর সহ বাংলার মোট ৫টি কেন্দ্রে নির্বাচন রয়েছে আগামীকাল। তার আগে রবিবার কলকাতার গড়িয়ার (Garia) ৫২ পল্লী থেকে আগ্নেয়াস্ত্র, ৩০ রাউন্ড কার্তুজ সহ পাঁচ কিলো বোমা বাঁধার মশলা উদ্ধার করেছে পুলিশ। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর (Narendrapur) এলাকার একটি বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা। সেখান থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, বোমা বাঁধার মশলা সহ অন্যান্য বেশ কিছু সামগ্রী।

এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তাঁদের মধ্যে একজন আবার আশুতোষ কলেজের (Asutosh College) তৃতীয় বর্ষের ছাত্র (Kolkata College Student)। জানা যাচ্ছে, হিরণ্ময় নস্কর ওরফে রানা এবং বিজয় হালদার ওরফে ভুতমের কাছ থেকে ১টি ওয়ান শাটার, ২টি সেভেন এমএম পিস্তল, ৩০ রাউন্ড লাইভ কার্তুজ এবং ৫ জি বোমা বাঁধার মশলা উদ্ধার হয়েছে। সেই সঙ্গেই ২৫টি সুতলির বান্ডিলও পেয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ ফের সন্দেশখালিতে CBI! শাহজাহান নয়, এবার কার বাড়িতে হানা দিল গোয়েন্দারা? শোরগোল

জানা যাচ্ছে, হিরণ্ময় উরফে রানার বাড়ি থেকে এই সামগ্রী উদ্ধার করেছেন পুলিশ আধিকারিকরা। এদিকে আবার শোনা যাচ্ছে, বিজয় ওরফে ভুতম দাগি আসামী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। এর আগেও তিনি গ্রেফতার হয়েছেন।

Illegal arms recovered from College student house in Kolkata

তবে লোকসভা ভোটের মাঝে এই অস্ত্র উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অস্ত্র চোরাচালানের সঙ্গে বিজয়, হিরণ্ময়রা যুক্ত কিনা সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। সব মিলিয়ে, তৃতীয় দফার নির্বাচনের ঠিক একদিন আগে খাস কলকাতায় এই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চর্চা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর