রেলের মুকুটে নতুন পালক, ঘন্টায় ১৮২ কিমি গতিতে ছুটল বন্দে ভারত স্লিপার! কবে থেকে শুরু যাত্রী পরিষেবা

Published on:

Published on:

Big update on Vande Bharat Sleeper train Indian Railways.
Follow

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান। ভারতীয় রেলওয়ের (Indian Railways) সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক। বছরের শেষে এসে ছুটল বন্দে ভারত স্লিপার ট্রেন। রাজস্থানের কোটা থেকে ছেড়ে মধ্যপ্রদেশের নাগদা সেকশনে ট্রায়াল রানেই ১৮০ কিমি গতি তুলল এই ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেই পরীক্ষার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এবার প্রশ্ন উঠছে যাত্রীদের জন্য কবে থেকে চালু হবে পরিষেবা?

বন্দে ভারত স্লিপার ট্রেনের (Indian Railways) সফল ট্রায়াল রান

সফল ট্রায়াল রানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রেলমন্ত্রী লিখেছেন, রেলওয়ে নিরাপত্তা কমিশনার বন্দে ভারত স্লিপারের ট্রায়াল রান পরিদর্শন করেছেন। কোটা-নাগদা সেকশনে ১৮০ কিমি/ঘন্টা গতিবেগে ছুটেছে ট্রেনটি। ওয়াটার টেস্টে এই নতুন প্রজন্মের ট্রেনটির প্রযুক্তিগত দক্ষতা প্রমাণিত হয়েছে।

Indian railways vande bharat sleeper trial run

ভিডিও শেয়ার করলেন রেলমন্ত্রী: রেলমন্ত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, ১৮২ কিমি/ঘন্টা গতিবেগে ছুটছে ট্রেনটি (Indian Railways)। তখন একটার উপর আরেকটা গ্লাস রাখা রয়েছে। কিন্তু সবথেকে অবাক করা বিষয় হল, সে সময় কোনও গ্লাস থেকেই জল পড়ছে না। এই ওয়াটার টেস্ট নতুন প্রজন্মের ট্রেনটির প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ দিয়েছে।

আরও পড়ুন :  ডিজিটাল দুনিয়ায় হার মানল কাগজের চিঠি! এই দেশে বন্ধ হল ডাকব্যবস্থা

সর্বোচ্চ গতিতে ট্রায়াল রান: উল্লেখ্য, বর্তমানে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি চলছে সেগুলির নকশাগত সর্বোচ্চ গতি ১৮০ কিমি। কিন্তু বাস্তবে সর্বাধিক অপারেটিং স্পিড ১৬০ কিমি। তবে রেল মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, বন্দে ভারত স্লিপার ট্রেন রাতের সফরকে যাত্রীদের জন্য আমূল পরিবর্তন করে দিতে চলেছে।

আরও পড়ুন : ভারতকে ঘিরে ফেলতে এই ৪ দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় চিন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

নতুন ট্রেনে উচ্চগতির সঙ্গে থাকবে অত্যাধুনিক সুযোগ সুবিধা, আরামদায়ক এসি স্লিপার কোচ। সময় সাশ্রয় হওয়ার সঙ্গে সঙ্গে উন্নত পরিষেবাও পাবেন যাত্রীরা। চলতি মাসের শুরুতেই চেন্নাই থেকে অন্ধ্রপ্রদেশের নারাসাপুর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারণ হয়েছে।