শুভেন্দু-সুকান্ত নয়! লোকসভা ভোটের মাঝে এই বঙ্গ BJP নেতার প্রশংসায় পঞ্চমুখ শাহ, বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ মাঝেমধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসে বিজেপির অন্দরে আদি-নব্য দ্বন্দ্বের কথা। দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের ‘ঠাণ্ডা লড়াই’য়ের কানাঘুষোও প্রায় শোনা যায়। তবে এবার ভোটের মুখে রাজ্যে এসে ‘দিলীপদাকে’ প্রশংসায় ভরিয়ে দিলেন অমিত শাহ (Amit Shah)। বললন, ‘ওনার আমলেই বাংলায় বিজেপি শক্তিশালী হয়েছে’।

আগামীকাল রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ (Lok Sabha Election 2024)। তার আগে আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে কৃষ্ণনগর, এরপর দুর্গাপুরে সভা করেন শাহ। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে গেরুয়া শিবির (BJP) দাঁড় করিয়েছে দিলীপকে। আজ তাঁর সমর্থনেই সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সভায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘দিলীপদা আমাদের বড় নেতা। ওনার আমনেই বাংলায় বিজেপি শক্তিশালী হয়েছে’।

উনিশের লোকসভা নির্বাচনে বাংলার বুকে উঠেছিল গেরুয়া ঝড়। এর নেপথ্যে দিলীপ ঘোষের অনেকখানি অবদান ছিল বলে মত ওয়াকিবহাল মহলের। যদিও শুভেন্দু-সুকান্ত ‘জমানা’য় তাঁকে খানিকটা কোণঠাসা করে দেওয়া হয়েছে বলে গুঞ্জন। তবে আজ দুর্গাপুরে দাঁড়িয়ে দলের এই দাপুটে নেতাকে দরাজ সার্টিফিকেট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ ‘এবার দিলীপ ঘোষ জিতলে…!’, বাংলায় দাঁড়িয়ে বিরাট ঘোষণা শাহের

এই মন্তব্যের মাধ্যমে শাহ পরোক্ষভাবে শুভেন্দু-সুকান্তকেই বার্তা দিয়েছেন বলে অনুমান করছেন অনেকে। রাজ্যে দাঁড়িয়ে যেভাবে দিলীপের ভূয়সী প্রশংসা করেছেন তিনি, তা অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। দিলীপ ঘোষ যে দলের কত বড় নেতা, আজ তা নিজেই স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য,উনিশের লোকসভা ভোটে মেদিনীপুর থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন দিলীপ। তবে এবারের নির্বাচনে তাঁকে বর্ধমান দুর্গাপুর আসন থেকে দাঁড় করানো হয়েছে। শোনা যায়, তাঁকে টিকিট দেওয়া নিয়ে নব্য-পুরনো দ্বন্দ্ব তৈরি হয়েছিল। শেষ অবধি ‘গড়’ মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুরে দাঁড় করানো হয় তাঁকে।

Amit Shah Dilip Ghosh

অন্যদিকে অতীতে একাধিকবার শুভেন্দু-সুকান্তর সঙ্গে দিলীপের ‘ঠাণ্ডা লড়াই’য়ের কথা শোনা গিয়েছে। এই নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে একাধিকবার কড়া বার্তাও দেওয়া হয়েছে বলে খবর। আজ ভোটের আবহে দিলীপের প্রশংসা করে পরোক্ষভাবে শুভেন্দু-সুকান্তকেই শাহ বার্তা দিতে চেয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর