‘কে বানিয়েছেন? নাম বলুন নইলে…’, মমতাকে নিয়ে মিম বানানোয় হুঁশিয়ারি কলকাতা পুলিশের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) নিয়ে মিম (Meme) বানানোর জের! এবার কড়া হাতে ব্যবস্থা নিতে ময়দানে নামল কলকাতা পুলিশ (Kolkata Police)। ভোটের মাঝেই মমতাকে নিয়ে একটি মিল ভিডিও শেয়ার করা হয়েছে স্পিটিং ফাক্টস নামে এক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। যা রীতিমতো ভাইরাল। ওই ভিডিয়ো কলকাতা পুলিশের নজরে পড়তেই বিপত্তি। মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর, অমর্যাদাকর ভিডিয়ো বানানোর জেরে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের তরফে অভিযুক্তের বিরুদ্ধে জারি হল নোটিস।

সংশ্লিষ্ট ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশ তরফে। SoldierSaffron7 নামে ওই টুইটার হ্যান্ডেলে সেই পোস্টের কথা উল্লেখ করে ওই হ্যান্ডেলকে একটি নোটিস দিয়েছে কলকাতা পুলিশ। টুইটার হ্যান্ডেলটিতেই সেই নোটিসের ছবি পোস্ট করে বলা হয়েছে, এই ভিডিয়ো-র জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। ভিডিয়োটির ইউআরএল উল্লেখ করা হয়েছে।

নোটিসে ওই ভিডিয়ো ডিলিট করার পাশাপাশি, নাম ও ঠিকানা প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছে। বলা হয়েছে, নাম প্রকাশ না করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কলকাতা পুলিশ। বলা হয়েছে, ‘যদি আপনি না জানান তবে ৪২ সিআরপিসিতে আপনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Trinamool Congress TMC Mamata Banerjee

তবে এই প্রথমবার নয়। বাংলার মুখ্য়মন্ত্রীকে নিয়ে নানারকম কার্টুন ও মিম তৈরির বিরুদ্ধে এর আগেও কড়া পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। ২০২২ সালে মুখ্যমন্ত্রীকে নিয়ে মিম বানানোয় একজন ইউটিউবারকে নদিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল। সেই অভিযোগে আরও সাতজনের নাম ছিল।

আরও পড়ুন: বন্ধ করে দেওয়া হবে গ্র্যাচুইটি এবং পেনশন! ভোটের মাঝেই সরকারি কর্মীদের জন্য জারি বিজ্ঞপ্তি

২০১৯সালে মুখ্য়মন্ত্রীর একটি বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করায় গ্রেফতার হয়েছিলেন বিজেপির এক যুব নেতা। ২০১২ সালে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রফেসর অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করা হয়েছিল মুখ্য়মন্ত্রী সম্পর্কিত একটি কার্টুনকে ফরোয়ার্ড করায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর