বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে লাইফ লাইন। ঘুরতে যাওয়া হোক কিংবা অন্য কোনও কাজে, রেল মানেই নিশ্চিন্তে ভ্রমণের এক শ্রেষ্ঠ উদাহরণ। আমরা ভারতীয় রেলের উপর এতটাই নির্ভরশীল যে পণ্য পরিবহণের ক্ষেত্রেও চোখ বুজে ভরসা করি রেলের উপর। অনেকেই রয়েছেন যারা বিভিন্ন জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হলে রেলকে বেছে নেন।
ঠিক তেমনই গার্ডেনরিচের ২ যুবক ছাগল (Goat) নিয়ে চড়েছিলেন ট্রেনে। তবে সেই ছাগলের টিকিট না কাটায় ছাগলের মালিকদের দিতে হল জরিমানা। ২ যুবক শিয়ালদা (Sealdah) পর্যন্ত নিজেদের জন্য ট্রেনের দুটি টিকিট কাটেন। তবে ছাগলের জন্য যে টিকিট কাটতে হবে তা তাদের মাথায় আসেনি। তবে টিকিট পরীক্ষকের নির্দেশে সেটিই করতে হল অবশেষে। শিয়ালদহ-ক্যানিং লোকালে ছাগল নিয়ে ওঠার জন্য ১৮০ টাকা জরিমানা দিতে হল এই যুবকদের।
আরোও পড়ুন : আচমকাই কড়া নোটিশ! পুরসভার নয়া বিজ্ঞপ্তিতে রাতের ঘুম উড়ল কলোনি এলাকার বাসিন্দাদের
যখন এই দুই যুবক জানতে পারেন যে ছাগলের জন্য ট্রেনের টিকিট কাটতে হবে তখন তারা বিস্মিত হয়ে যান। টিকিট পরীক্ষক যখন টিকিট দেখতে চান তখন যুবকরা নিজেদের ট্রেনের টিকিট দেখান। স্বাভাবিকভাবেই ছাগলের ট্রেনের টিকিট দেখাতে পারেননি তারা। এরপর তাদের ১৮০ টাকা জরিমানা করা হয় ছাগলের ট্রেনের টিকিট না থাকার জন্য। অভিযোগ কাউন্টারের অতিরিক্ত বুকিং সিস্টেম না থাকায় টিকিট পরীক্ষকরা জরিমানা করেন মর্জিমাফিক।
গার্ডেনরিচের ওই দুই যুবক বকরি ঈদ উপলক্ষে এই ছাগলটি কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন। মহম্মদ ইলিয়াস ও মহম্মদ ইরফান নামের এই দুই যুবক ছাগল কেনার জন্য এসেছিলেন বাসন্তীতে। তবে স্টেশনে যে এমন অদ্ভুত কান্ডের সম্মুখীন হতে হবে তা তারা ভাবতেও পারেননি। এই দুই যুবক জানাচ্ছেন, ১৫০ টাকা দিয়ে ছোট একটা ছাগল কিনেছিলাম। সেই দেড়শ টাকার ছাগলের জন্য ১৮০ টাকা ফাইন দিতে হল।