সর্ষের মধ্যেই ভূত? সন্দেশখালির ‘স্টিং অপারেশন’ কে করেছে? তোলপাড় করা দাবি সুকান্তর!

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির ‘স্টিং অপারেশন’ (Sandeshkhali Sting Operation) নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই ভিডিওয় একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। যদিও সন্দেশখালি ২ ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের দাবি, তাঁর মুখ এবং কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। তবে এবার এই ভিডিও কে করেছে? সেটা ফাঁস করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

গত সপ্তাহান্তে সন্দেশখালির (Sandeshkhali) বিজেপি নেতা গঙ্গাধরের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছিল, সন্দেশখালি কাণ্ড সাজানো! মহিলাদের ধর্ষণের যে অভিযোগ, সেটাও সাজানো। বাংলা হান্ট এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে এবার এই নিয়ে একটি বিস্ফোরক দাবি করলেন সুকান্ত।

বিজেপির রাজ্য সভাপতি দাবি, তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশই (Police) এই স্টিং অপারেশন করেছে। সুকান্তর কথায়, ‘আমাদের কাছে সব খবর চলে এসেছে। একজন সাংবাদিককে সামনে বসিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের  গোয়েন্দারা এই স্টিং অপারেশন চালিয়েছে’।

আরও পড়ুনঃ ‘ইজ্জত বিক্রি করিনা, ওনার বাড়ির মা-মেয়েরাই ২০০০ টাকায়…’, অভিষেককে জবাব সন্দেশখালির মহিলাদের

বালুরঘাটের বিদায়ী সাংসদের দাবি, এই স্টিং অপারেশন পুলিশ করিয়েছে। রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই ভিডিও প্রথমে পুলিশের হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় বলে দাবি করেন তিনি। ভিপিএন লাগিয়ে, মাস্কিং করে এই ভিডিও পোস্ট করা হয় বলে মন্তব্য করেন তিনি। এই ভিডিও কে পোস্ট করেছে সেটা যাতে বোঝা না যায়, সেই জন্য এমনটা করা হয়েছে বলে দাবি করেন সুকান্ত।

বিজেপির রাজ্য সভাপতি জানান, এই ভিডিও নিয়ে তদন্ত চলছে। যে পুলিশ আধিকারিক এবং তাঁর টিম এমনটা করেছেন, কেউ ছাড় পাবে না। তাঁদের জেলে পাঠানো হবে বলে দাবি করেন সুকান্ত। বিজেপি নেতার এহেন দাবিতে স্বভাবতই ফের শুরু হয়েছে চর্চা।

sukanta majumdar bjp

উল্লেখ্য, গত সপ্তাহে স্টিং অপারেশনের এই ভিডিও ভাইরাল হওয়ার পর সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর, সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। ভিডিও বিকৃত করার অভিযোগও এনেছিলেন তিনি। তবে এবার এক চাঞ্চল্যকর দাবি করলেন সুকান্ত। যে কারণে ফের শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর