বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের আনন্দে মেতে উঠলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মাও। তবে, তাঁরা ভারত বা লন্ডনে নতুন বছর উদযাপন করেন নি। বরং, বিরাট এবং অনুষ্কা দুবাইতে ২০২৬ সালকে স্বাগত জানিয়েছেন। ওই উদযাপনে বিরাট কোহলির দাদা এবং শ্যালক ছাড়াও, একাধিক পারিবারিক বন্ধুদেরও একসঙ্গে দেখা গেছে। দুবাইয়ে বিরাট কোহলি নতুন বছর উদযাপনের কিছু ছবিও প্রকাশিত হয়েছে। যা তিনি এবং তাঁর দাদা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
দুবাইতে নতুন বছরের আনন্দে মাতলেন বিরাট (Virat Kohli)-অনুষ্কা:
দুবাইতে নতুন বছর উদযাপন করলেন বিরাট ও অনুষ্কা: বিরাট কোহলি যে ছবিটি শেয়ার করেছেন সেখানে তাঁকে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে দেখা গিয়েছে। ছবিতে বিরাটকে নেভি ব্লু স্যুট এবং অনুষ্কা শর্মাকে কালো পোশাকে দেখা যাচ্ছে। বিরাট-অনুষ্কার এই ছবিটি দুবাইয়ের। যার প্রমাণ বিরাট কোহলির দাদা বিকাশ কোহলির শেয়ার করা কিছু ছবিতেও দেখা গিয়েছে। কারণ, ওই ছবিগুলিতেও বিরাট কোহলিকে একই নেভি ব্লু রঙের স্যুট পরতে দেখা গেছে।
View this post on Instagram
বিকাশ কোহলি একটি বিশেষ ছবি শেয়ার করেছেন: বিকাশ কোহলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবিগুলি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে যে বিরাট এবং অনুষ্কা দুবাইতে নতুন বছর উদযাপন করেছেন, বিকাশ কোহলির শেয়ার করা ছবিগুলিতে দেখা যাচ্ছে যে বিরাট-অনুষ্কা নতুন বছরে তাঁদের পরিবার এবং পারিবারিক বন্ধুদের সঙ্গে দুবাইয়ের পাঁচতারা হোটেল পাম আটলান্টিসে অবস্থান করেছিলেন।
আরও পড়ুন: নতুন বছরেই দুর্দান্ত উপহার দিল এই সংস্থা! দাম কমল CNG-র, সস্তা হল PNG-ও
উল্লেখ্য যে, ওই হোটেলের বিশেষত্ব হল সেটি দেখতে অনেকটা বটগাছের মতো। ওই হোটেলের একটি রুমের দাম দৈনিক ৫০,০০০ টাকা। নতুন বছরে, বিরাট কোহলি তাঁর শ্যালক সঞ্জীব ধিংরা, দাদা বিকাশ কোহলি তাঁর কিছু পারিবারিক বন্ধুদের সঙ্গে হোটেলের ভিতরে জাপানি রেস্তোরাঁ এবং বারে একটি ছবিও তুলেছিলেন।
এদিকে, বিরাট কোহলির নতুন বছর উদযাপনের ছবি প্রকাশের আগে, ধোনির উদযাপনের ছবিও প্রকাশিত হয়েছিল। তিনি থাইল্যান্ডে নতুন বছরের উদযাপন করেন।












