বড় খবর, বাংলায় চলবে আরও একটি বন্দে ভারত! বিরাট ঘোষণা পূর্ব রেলের

বাংলা হান্ট ডেস্ক : বৈশাখের তপ্ত গরমে নাজেহাল সাধারণ মানুষ। ঘরে থেকে বাইরে বেরোনোই দায়। এমন পরিস্থিতিতে অনেকেই চেষ্টা করছেন উত্তরবঙ্গে গিয়ে প্রাণ বাঁচাতে। তবে তাতেও সমস্যা। যাবেন কীসে? এসি ট্রেনের টিকিট কই? আর সবার পক্ষে তো আর প্রাইভেট গাড়িতে করে ঘুরতে যাওয়া সম্ভব নয়। এসবের মাঝেই বড় সুখবর নিয়ে এল ভারতীয় রেল (Indian Railways)।‌

সূত্রের খবর, এই গরমে যাত্রীদের এসি ট্রেনের চাহিদার কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের। শোনা যাচ্ছে এবার বন্দে ভারতেও (Vande Bharat) এবার চলবে সামার স্পেশাল ট্রেন। ট্রেন চলবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অবধি। শোনা যাচ্ছে আপ ও ডাউন দু’দিকেই চলবে এই সেমি হাইস্পিড ট্রেন। জানেন কবে থেকে চলবে এই ট্রেন?

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হচ্ছে, এই বিজ্ঞপ্তিটি পূর্ব রেলের তরফ থেকে জারি করা হয়েছে। যদিও বাংলা হান্টের তরফ থেকে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ভরা গ্রীষ্মে দুটি স্পেশাল ট্রেন চালাবে বন্দে ভারত। আগামী ১৫ মে, বুধবার সকাল ৫টা ৫৫ বেজে এই ট্রেনটি রওনা দেবে হাওড়া থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে।

LVande Bharat 1712573526957 1712573527261

ট্রেনটি জলপাইগুড়ি পৌঁছাবে দুপুর ১টা ২৫ নাগাদ। এরপর ঐদিনই জলপাইগুড়ি থেকে বন্দে ভারত হাওড়া রওনা দেবে দুপুর ৩টা নাগাদ। ট্রেনটি হাওড়া পৌঁছাবে রাত ১০টা ৩৫ নাগাদ। এরপরের ট্রেনটি চলবে ২২ মে। রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এই সামার স্পেশাল ট্রেনটি বোলপুর, শান্তিনিকেতন, মালদা বারসোই স্টেশনে হল্ট করবে। তাই যারা উত্তরবঙ্গ ঘুরতে যেতে চাইছেন তারা আর দেরি না করে ঝটপট টিকিট কেটে ফেলুন।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর