ISC’তে অবাক করে দেওয়া নম্বর অনুব্রত মণ্ডলের! গণিত, রসায়নে ১০০ তে ১০০

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক বছরে বঙ্গ রাজনীতির অন্যতম আলোচিত একটি নাম অনুব্রত মণ্ডল। তবে আমরা আজ যে অনুব্রতর কথা বলছি সে ভোটের সময় গুড় বাতাসা দেওয়ার কথাও বলে না, আবার পুলিশকে বোম মারার হুমকিও দেয় না। উল্টে এই অনুব্রত অবাক করে দেওয়া নম্বর পেয়েছে আইএসসিতে (Indian School Certificate)।

বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিয়ে বঙ্গবাসী কতটা স্বস্তিতে সেটা জানতে না পারলেও, আইএসসিতে দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় অনুব্রত মণ্ডলকে নিয়ে এখন গর্বিত এলাকার মানুষ। পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের বাসিন্দা অনুব্রত মণ্ডল রাজনৈতিক ব্যক্তিত্ব অনুব্রতকে ভালো করেই চেনেন।

আরোও পড়ুন : মাধ্যমিকে দারুণ রেজাল্ট, চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন! দিনমজুরের ছেলের দিকে সাহায্যের হাত বাড়াল পুলিশ

তবে কাঁথির (Kanthi) অনুব্রত মণ্ডলের বিশেষ একটা আগ্রহ নেই রাজনীতিতে। তার এখন লক্ষ্য আইআইএসইআর (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ)-এর পরীক্ষা। কন্টাই পাবলিক স্কুলের ছাত্র অনুব্রত ৪০০-র মধ্যে আইএসসিতে ৩৯৭ নম্বর পেয়ে গোটা ভারতে সম্ভাব্য তৃতীয়। ইংরেজিতে ৯৮, পদার্থবিদ্যায় ৯৯, রসায়নে ১০০, গণিতে ১০০, জীববিদ্যায় ৯৩ নম্বর পেয়েছে সে।

আরোও পড়ুন : উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ, এগিয়ে কোন জেলা? এভাবে দেখুন রেজাল্ট

অনুব্রতর কথায়, “পড়াশোনার কোনও নির্দিষ্ট সময় ছিল না। যখন ইচ্ছে হত, তখনই বই নিয়ে বসে যেতাম।” অনুব্রত দশম শ্রেণীর পরীক্ষাতেও পেয়েছিলেন ৯৮% নম্বর। অনুব্রতর বাবা পীযূষকুমার মণ্ডল ভগবানপুরের বিভীষণপুর হাই স্কুলে শিক্ষকতা করেন। কাঁথি মহকুমা হাসপাতালে কাজ করেন মা মহুয়া মন্ডল।

1715134474 anu

পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলা শিক্ষা দফতর মঙ্গলবার সংবর্ধনা দেয় অনুব্রতকে। এদিন স্কুলের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস জানান,  ‘‘দীর্ঘ ১৫ বছর আমাদের স্কুলে পড়েছে। বরাবর ও খুব ভাল ছাত্র। পড়াশোনার পাশাপাশি অত্যন্ত সুশৃঙ্খল স্বভাবের। অনুব্রতের সাফল্যে আমরা উচ্ছ্বাসিত।’’


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর